বাংলা ভাষায় বিজ্ঞানকে জনপ্রিয় করতে স্কুল কলেজ এর শিক্ষার্থীদের জন্য Youthpreneur Network এর এই নতুন আয়োজন। আয়োজনের তারিখ: ডিসেম্বর ২৪-২৫, ২০২১। ভেন্যু হচ্ছে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ।
ক্যাটাগরি:
প্রাইমারি – ১ম – ৫ম
জুনিয়র – ৬ষ্ঠ – ৮ম
সেকেন্ডারি – ৯ম – ১০ম
হায়ার সেকেন্ডারি – ১১শ – ১২শ
১) পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
২) রসায়ন অলিম্পিয়াড
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
৩) জীববিজ্ঞান অলিম্পিয়াড
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
৪) গণিত অলিম্পিয়াড
প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ ।
৫) সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
৬) জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
৭) ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
৮) গ্রিন অলিম্পিয়াড
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
৯) সুডোকু অলিম্পিয়াড
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
১০) বিজ্ঞান কুইজ
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । দলীয় ভাবে অংশ নিতে হবে । এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে ।
১১) আইকিউ টেস্ট
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
১২) উপস্থিত বক্তৃতা
জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
১৩) চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ। একক ভাবে অংশ নিতে হবে ।
১৪) ডিজিটাল পোস্টার
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক অথবা দলীয় ভাবে অংশ নিতে হবে । এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে ।
১৫) দেয়াল পত্রিকা
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । দলীয় ভাবে অংশ নিতে হবে । এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে ।
১৬) স্ক্র্যাপ-বুক
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । দলীয় ভাবে অংশ নিতে হবে । এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে ।
১৭) বিজ্ঞান প্রজেক্ট (মেকানিক্যাল, নন-মেকানিক্যাল এবং আইটি)
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । দলীয় ভাবে অংশ নিতে হবে । এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে ।
আরও থাকবে রোবটিক্স সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা কর্মশালা যা সবার জন্য উন্মুক্ত। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে একজন প্রতিযোগী নিজের ক্যাটাগরি অনুযায়ী সবগুলো সেগমেন্ট এ অংশগ্রহণ করতে পারবে । সেক্ষেত্রে দলভিত্তিক কোন সেগমেন্ট এ অংশ নিতে প্রতি প্রতিযোগী ৫০০ করে দলের জন্য মোট ১,৫০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতেই।
‘বিজ্ঞান কুইজ’ সেগমেন্ট ব্যতীত প্রতি সেগমেন্টে প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জনকে/সেরা ৩ দলকে পুরস্কৃত করা হবে। শুধুমাত্র ‘বিজ্ঞান কুইজ’ সেগমেন্টে প্রতি ক্যাটাগরি থেকে সেরা দুই দলকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে ।
❤️ Alice want to meet you! Click Here: http://bit.do/fSJV3 ❤️