Youth For Smile যশোর জেলার পক্ষ থেকে প্রজেক্ট ক্ষুধার দ্বিতীয় দিন সম্পন্ন করেছে যশোরের কিছু তরুন।
তারা শহরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়িতে অর্ধ শত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছে।
সেখানে উপস্থিত ছিলেন Youth For Smile Jashore এর প্রেসিডেন্ট এ বি সৌমিক আহমেদ,ফটোগ্রাফার আজিজুল হাকিম অয়ন, প্রজেক্ট লিডার তামিম, রিয়ন
এছাড়াও ভলেন্টিয়ার প্রিয় এবং দিপ্র।।
এ বি সৌমিক আহমেদের কাছে শুনলে তিনি বলেন,Youth For Smile এর প্রতিষ্ঠাতা আলফি ফেরদৌসের নেতৃত্বে সারা বাংলাদেশে রমজানে প্রজেক্ট টা চলমান রয়েছে এবং আরো বলেন তাদের কাজ দেখে যদি আরো ১০ জন শেখে এবং ১০০ জনের মুখে হাসি ফোঁটায় তবে সেইটা তাদের স্বার্থকতা।