গত বছরের মতো এ বছরও WANA র উদ্যোগে ৩রা ফেব্রুয়ারি থ্যালাসেমিয়া পেশেন্স মিট আপ ২০২৩ অনুষ্ঠিত হয় আজ ৩রা ফেব্রুয়ারি, শুক্রবার, বাংলাদেশ ফিল্ম এ্যান্ড আর্কাইভ অডিটোরিয়ামে। এতে সারা বাংলাদেশের থ্যালাসেমিয়া রোগী ও তাদের অভিভাবকরা একত্রিত হন। WANA র সভাপতি কামরুন নাহার মুকুল স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারের প্রাক্তন সভাপতি অধ্যক্ষ ওয়াকার আহমেদ খান, বাংলাদেশ শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারের প্রাক্তন বিভাগীয় প্রধান পেডিয়াট্রিক হেমাটোলজি বিভাগ অধ্যাপক ডাক্তার মোঃ সেলিমুজ্জামান, বর্তমান বিভাগীয় প্রধান মেডিসিন এন্ড হেমাটোলজি অনকোলজি বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ বেলায়েত হোসেন ও অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনী, থ্যালাসেমিয়া শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ,নাচ ,গান আবৃত্তি আয়োজিত হয়।
বাংলাদেশের এই প্রথম থ্যালাসেমিয়া বিষয়ক বাৎসরিক প্রকাশনা “থ্যালাসেমিয়া কথা” প্রকাশিত হয় ।