Lets read Newspaper
together

সব আয়োজনের খবরাখবর এক জায়গায়

Tiger Run (বাঘ দৌড়) – ২০২১

on

|

views

and

comments

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ ও বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে ‘টাইগার রান’ (বাঘ দৌড়)-২০২১ আয়োজন করতে যাচ্ছে ‘সেইফ’ এবং ‘বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব’।

“মুজিববর্ষে বাঘ বাঙালি জনগণ ও বাঘ বাঁচালে বাঁচবে সুন্দরবন” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২৯-৩১ জুলাই, ২০২১ বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে “টাইগার রান” (বাঘ দৌড়)-২০২১ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। পৃথিবীর যে-কোনো জায়গা থেকে এতে অংশগ্রহণ করা যাবে।

এই ইভেন্টে অংশগ্রহণকারীরা দুইটি উপায়ে ইভেন্টে যোগ দিতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই এই ম্যারাথনে ও এমটিবি/সাইকেল রাইডে অংশ নিতে পারবেন।

১. ম্যারাথন অংশে ফুল ম্যারাথন (৪২.২ কি.মি.) হাফ ম্যারাথন (২১.১ কি.মি.), মিনি ম্যারাথন (১০ কি. মি.), ওয়াকথন (৫ কি. মি.) বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে।

২. এমটিবি/সাইকেল রাইডের অংশে অংশগ্রহণকারীরা ২৫ কি.মি./৫০ কি.মি./১০০ কি.মি যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন।

এই দুইটি ইভেন্টের জন্য অংশগ্রহণকারীদের ম্যারাথন/রাইড উভয়ক্ষেত্রে ডাটা সংরক্ষণ ও প্রেরণের জন্য ডিজিটাল নির্ভরযোগ্য অ্যাপস্ ব্যবহার করতে হবে।

যারা সফলভাবে ইভেন্ট শেষ করবেন, তাদের সবাইকে ফিনিশার অনলাইন ই-সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হবে।

নিবন্ধন ফি:

  • ৫০০ টাকা।
  • কুরিয়ার (ঢাকার ভেতরে হলে) ফি: ৫৬০ টাকা।
  • কুরিয়ার (ঢাকার বাইরে হলে) ফি: ৬২০ টাকা।

বিকাশ/রকেট নাম্বার – ০১৭৩০-০৫৪৮৮৯ এবং নগদ/উপায় নাম্বার – ০১৮৪১-২৮২২২২

নিবন্ধনের টাকা পাঠানোর পর, যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বার, অংশগ্রহণকারীর নাম, ট্রানজেকশন নাম্বার এবং টিশার্ট সাইজ লিখে – ০১৭৩০-০৫৪৮৮৯ এই নাম্বারে ম্যাসেজ ও হোয়াটসঅ্যাপ এ তথ্য প্রদান করার পর ফিরতি ম্যাসেজে কোড নাম্বারটি সংরক্ষণ করতে হবে।

নিবন্ধন লিঙ্ক: https://forms.gle/1Fr15sSNfvWcVtULA

নিবন্ধকরণ শেষ তারিখ: ২৮ জুলাই ২০২১
যোগাযোগ:

Email: bangladeshadventureclub@yahoo.com
web: www.bangladeshadventure.club

Share this
Tags

Must-read

আজ ‘মিস্টার রাঙ্গামাটি’ এর জন্মদিন

“আমাদের রাঙ্গামাটি যেমন, এখানে সবুজ সাম্যের মতো মাথা উঁচু করে, দাঁড়িয়ে রয়েছে হৃদয় পাহাড়। তরুণ কবি এবং কথাসাহিত্যিক ফিরোজ হোসাইন। যিনি পাঠকমহলে ‘মিস্টার রাঙ্গামাটি' নামেই ব্যাপক পরিচিত।...

শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুণ কবি শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’। বইটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশন থেকে। বর্তমানে বইটি পাওয়া যাচ্ছে...

Hult Prize at University of Rajshahi ended with glamorous Grand Finale

The month-long on-campus round of the international business idea competition's Hult Prize was concluded on February 11 at University of Rajshahi's Dean's Complex. The competition's...
spot_img

Recent articles

More like this