স্ন্যাপচ্যাট নতুন লাইভ লোকেশন ফিচার চালু করেছে, যার মাধ্যমে এক বা একাধিক ব্যক্তিকে পরস্পরের অবস্থানের তথ্য জানানো যাবে।
লাইভ লোকেশন ফিচার চালু করে ১৫ মিনিট থেকে ৮ ঘণ্টা পর্যন্ত একটানা নিজেদের প্রকৃত অবস্থানের তথ্য জানানো যাবে। আপনি নিউমার্কেটে টি-শার্ট বা বইমেলায় বই কিনতে গিয়েছেন, তখন আপনার বন্ধুও আপনার অবস্থানের ব্যাপারে জেনে আপনার কাছে আসতে পারবে, যদি এই ফিচারটি চালু করা হয়। আপনি যদি ক্রমাগত নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন, তাহলে কখন কোথায় রয়েছেন, সে ব্যাপারে ওই বন্ধুটিও জানতে পারবে। এতে করে একই ক্যাম্পাসের মধ্যে বা বড়োসড় কোনো খোলা মাঠের আয়োজনে একজন আরেকজনকে সহজেই খুঁজে পাবে।
স্ন্যাপচ্যাটের এই নতুন ফিচারের ফলে একদিকে যেমন সঠিক অবস্থানের ব্যাপারে জানা যাবে, তেমনি কাঙ্ক্ষিত গন্তব্যে সহজেই পৌঁছে যাওয়া যাবে।