লকডাউন এর ফলে দীর্ঘ অলস এবং একঘেয়ে সময়ের মাঝে এখন সময় এসেছে নিজের ফটোগ্রাফি স্কিলকে আবার ঝালিয়ে নেওয়ার। আপনাদের এই একঘেয়েমিতা দূর করতে রিজেনেসিস ফাউন্ডেশন আয়োজন করেছে এক দারুণ ফটোগ্রাফি কন্টেস্টের। প্রতীযোগিতার অংশ হিসাবে আপনি সেখানে দিতে পারেন আপনার ক্যামেরায় তোলা দারুণ দারুণ কিছু ছবি, হতে পারে তা নীল সমুদ্রের অসীমতা অথবা সবুজ মায়াবী পাহাড় বা কোনো গভীর অরণ্য। তবে এই লকডাউনের সময়ে দূর দেশের ছবি না দিয়ে আপনি দিতে পারেন বাড়ির পাশের সোনালি ধানের ছবি অথবা এখনকার বিকেলের মেঘাচ্ছন্ন আকাশ বা বৃষ্টি ভেজা আর্দ্র মায়াবী প্রকৃতির মাঝ দিয়ে চিলে যাওয়া পিচ ঢালা পথের ছবিও।
আবার বাংলার সহজ-সরল মানুষগুলোও কম যায় না। তাদের সৌন্দর্যও প্রকৃতির থেকে কম নয়। তপ্ত রোদ্দুরে কর্মরত ঘর্মাক্ত কৃষক, মাত্র দুটাকার বিনিময়ে পাওয়া পথশিশুর অমূল্যবান হাসি অথবা রাস্তার মোড়ে কর্মব্যস্ত পুলিশ। বাড়ির আশে পাশে থাকা আরও কত ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিষয় যেনো সৌন্দর্যে পরিপূর্ণ। আপনার হাতের কাছে থাকা যেকোনো ডিভাইস দিয়ে তোলা ছবির সেরা ছবিটি আপনার নাম, মোবাইল নং ও ডিভাইসের নাম (মডেল নাম) সহ পাঠিয়ে দিন মেইল আইডিতে।
মেইল পাঠানোর নিয়ম: ছবি “নাম ও মোবাইল নম্বর” লিখে রিনেইম করে মেইল এ এটাচড করতে হবে, foundationregenesis@gmail.com আইডিতে পাঠাতে হবে।
𝗦𝘂𝗯𝗷𝗲𝗰𝘁: “Regenesis Photography contest 2021”
𝗕𝗼𝗱𝘆:
নিজের নাম:
মোবাইল নম্বর:
ছবির নাম:
ঠিকানা:
বয়স:
ডিভাইস নাম (মডেল নম্বর সহ) :
ফেসবুক প্রফাইল লিংক:
আপনার পাঠানো ছবির মধ্যে সর্বোচ্চ ৩টি ছবি সিলেক্ট করা হবে। সিলেকশনের পর ছবি প্রতি ১৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফটোগ্রাফি কনটেস্টে বিজয়ীদের জন্য যে সকল পুরস্কার থাকছে:
মোবাইল ফটোগ্রাফিতে বিজয়ীদের জন্য –
১ম – ১৫০০ টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার।
২য় – ১০০০ টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার।
৩য় – ৮০০ টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার।
৪র্থ – ৬৫০ টাকা প্রাইজমানি ও আকর্ষণীয় পুরস্কার।
৫ম – ৫০০ টাকা প্রাইজমানি ও আকর্ষণীয় পুরস্কার।
ডিএসএলআর ফটোগ্রাফিতে বিজয়ীদের জন্য –
১ম – ১৫০০ টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার।
২য় – ১০০০ টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার।
ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেসব বিষয় খেয়াল রাখতে হবে – প্রাথমিক সিলেকশনের জন্য একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি পাঠাতে পারবে। অন্যের ছবি নিজের নামে ব্যবহার করা যাবেনা। এরকম কোনো প্রমাণ পেলে তার ছবি ও অংশগ্রহণের সুযোগ সরাসরি বাতিল করা হবে। ছবিতে কোনো ধরনের ওয়াটার মার্ক বা বর্ডার গ্রহণযোগ্য নয়। ছবিতে অতিরিক্ত এডিটিং গ্রহণযোগ্য নয়। ছবিটি অবশ্যই 𝗝𝗣𝗚, 𝗝𝗣𝗘𝗚 অথবা 𝗣𝗡𝗚 ফরম্যাটের হতে হবে। প্রতিযোগীর নিজের পোর্ট্রেট ছবি দেওয়া যাবেনা। প্রতিযোগিতার জন্য নির্বাচিত ছবিগুলোর চূড়ান্ত মার্ক ডিস্ট্রিবিউশন হবে নিম্নোক্ত উপায়ে:
বিচারক – ৭০%
ভোট (লাইক, কমেন্ট, শেয়ার) – ৩০%
কনটেস্টের টাইমলাইন –
প্রথম পর্যায়ে: আপনাদের ছবি পাঠানোর সময় ১৫/০৮/২০২১ থেকে ২৫/০৯/২০২১ রাত ১১.৫৯ পর্যন্ত। আপনারা আপনাদের ছবি গুলো মেইল করবেন foundationregenesis@gmail.com ঠিকানায়। মেইল থেকে আপনার পাঠানো সেরা ছবি গুলো থেকে প্রতিজনের সর্বোচ ৩ টি ছবি সিলেক্ট করে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং সে ছবি থেকে আপনি যে ছবি গুলোর জন্য চার্জ পরিশোধ করবেন শুধু মাত্র সেই ছবি গুলো কনটেস্ট এ নমিনেট করা হবে ও ফিরতি মেইলে আপনি পেয়ে যাবেন আপনার নমিনেট করা ছবির কোড নং।
দ্বিতীয় পর্যায়: রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনার ছবি পোস্ট করা হবে ফাউনডেশনের
(https://www.facebook.com/foundationregenesis)
পেইজে এবং ভোটের জন্য উন্মুক্ত থাকবে। এই সময়ে ছবি গুলো লাইক, কমেন্ট ও শেয়ার করা যাবে। এই ভোট ও বিচার কাজের সময়সীমা পরবর্তীতে জানানো হবে।
প্রতিটি লাইকের জন্য = ১ পয়েন্ট
প্রতিটি কমেন্টের জন্য = ২ পয়েন্ট
প্রতিটি শেয়ারের জন্য = ৫ পয়েন্টতৃতীয় পর্যায়: অভিজ্ঞ বিচারক এবং সর্বোচ্চ ভোট থেকে সেরা প্রতিযোগীদের বাছাই করবে।চতুর্থ পর্যায়: Regenesis Foundation (https://www.facebook.com/foundationregenesis) এর পেইজে ফলাফল প্রকাশ করা হবে।
Sapiente in est et ad. Et veritatis repudiandae minus qui dignissimos.