পদার্থবিজ্ঞান সূত্রের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃতির যত রহস্য, যত সৌন্দর্য। চারপাশের জগৎ থেকে শত আলোকবর্ষ দূরের সকল নিয়মের যৌক্তিক ব্যাখা। পদার্থবিজ্ঞান মানুষের যুক্তি ও চিন্তার বহিঃপ্রকাশ। পদার্থবিজ্ঞান আপনাকে শিখাবে কীভাবে চিন্তা করতে হয়,যুক্তি দিতে হয়,গণিতকে কাজে লাগাতে হয়। কীভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করে একটি সমস্যার সমাধান করতে হয়। প্রতিবছর পদার্থবিজ্ঞানের হরেক রকম সমস্যা নিয়ে আয়োজিত হয় “বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড”। শুধু শহরই নয়, প্রত্যন্ত গ্রাম থেকেও অনেক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু চোখ ধাঁধানো এসব সমস্যা দেখে, প্রস্তুতির সঠিক নিয়ম না জানায় অনেকে অনাগ্রহ প্রকাশ করে। হোয়াইটবোর্ড সাইন্স ক্লাব চট্টগ্রামের একটি বিজ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। তারা আগামী প্রজন্মকে টেক্সটভিত্তিক বিজ্ঞানের পাশাপাশি সত্যিকারের বিজ্ঞান এর সাথে পরিচিত করতে চায়, যাতে তারা বিজ্ঞানকে অনুভব করতে পারে, বিজ্ঞানকে ভালোবাসতে পারে। প্রবলেম সলভিংকে আরো সুন্দরভাবে পরিচিত করতে এবং ফিজিক্স অলিম্পিয়াডের প্রস্তুতিকে আরো শাণিত করতে হোয়াইট বোর্ড সাইন্স ক্লাব আয়োজন করছে ‘Physics Maestro: Classical Mechanics’
বিষয়: নিউটনীয় বলবিদ্যা (Newtonian Mechanics)
সময়: ৮ সেপ্টেম্বর-১৩ সেপ্টেম্বর
রেজিস্ট্রেশন ফর্ম: https://forms.gle/CgMd7w8NgcPVWmeAA
ওয়ার্কশপ এর পর আপনাদের সকলের প্রস্তুতি মূল্যায়নের জন্য থাকছে ‘ফিজিক্স চ্যাম্পিয়নশিপ’ এবং সেই সাথে প্রাপ্তি হিসেবে ই -সার্টিফিকেট। দেশের সকল শিক্ষার্থীদের কথা ভেবেই অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য সম্পূর্ণ ইভেন্টে রেজিস্ট্রেশন একদম ফ্রি। এছাড়া যেকোনো প্রকার প্রশ্নের জন্য হোয়াইটবোর্ড সাইন্স ক্লাবের পেইজে মেসেজ করতে পারেন অন্যথায় যোগাযোগ করুন,
খালেদ বিন হেলাল, মোবাইল: ০১৯৮২৫৫৬৫০৩, Facebook ID Link: https://www.facebook.com/khaled.binhelal
মোঃ আইমান কাসীর, Facebook ID Link: https://www.facebook.com/aiman.kasir.94