গত ২৮ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল NNO × YCH লিডারশিপ ক্যাম্প। ৫০ জনেরও বেশি সদস্যের অংশগ্রহণে নরসিংদীতে ক্যাম্পটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ মোঃ শরীফুল হক শরীফ এবং পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
ক্যাম্পের সূচনালগ্নে বক্তব্য রাখেন নিউজপেপার অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা লাব্বী আহসান এবং আইস ব্রেকিং সেশন নেন নিউজপেপার অলিম্পিয়াডের চিফ কনটেন্ট ক্রিয়েটর রাফাত হাসান। অতঃপর সম্মানিত প্রধান অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য রাখেন। তাঁরা তাঁদের বক্তব্যে নিউজপেপার অলিম্পিয়াডের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথিবৃন্দের বক্তব্যের পর ক্যাম্পে অংশগ্রহণকারী সদস্যদের ৫টি দলে বিভক্ত করে তাদের একটি কেস সলভিং টাস্ক প্রদান করা হয়। অতঃপর লাঞ্চ বিরতির পর টাস্ক সম্পর্কিত উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এই টাস্কটি অংশগ্রহণকারীদের জন্য বেশ মজাদার এবং আকর্ষণীয় ছিল। সবশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষিত হয়।
hello