আব্দুল্লাহ আল ইমরান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা এর প্রথম ব্যাচের এই শিক্ষার্থীর করোনাকাল যেনো কাটছে অন্যান্যদের চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে। গাজীপুরে বেড়ে ওঠা ইমরান এই করোনাকালের প্রারম্ভিক সময় অন্যদের মতোই কাটালেও একটা সময়ে এসে লেখা-লেখি ও উদ্যোক্তা হওয়ার জন্য পুরোদমে কাজ শুরু করেন।
আব্দুল্লাহ আল ইমরান, লেখা-লেখিতেও থেমে নেই, অনলাইন মাধ্যমে প্রকাশ করেন পাঁচটি বই যার মধ্যে অধিকাংশ-ই সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার নিরাপত্তা সম্পর্কিত। গুগল প্লে বুক, আমাজন বুক সহ সব মাধ্যমেই তার বইগুলো পাওয়া যাচ্ছে।
সাইবার নিরাপত্তা নিয়ে ভাবুক ইমরান, অন্যান্য গন্ডি পেরিয়ে নামের সাথে যুক্ত করতে চাচ্ছেন উদ্যোক্তা শব্দটিও। ইতমধ্যে ” এ আই ডেজিটাল এজেন্সি – Ai Degital Agency ” নামের এক অনলাইন ভিত্তিক কোম্পানি ও চালু করেছেন, সহ-প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে “মোঃ আজিমুল ইসলাম শিবলু”। ” Ai Degital Agency ” এর নাম ডাক এখন মিডিয়া জগতের অনেক পরিচিত মুখেও শোনা যায়।
এছাড়াও নানা সামাজিক সংগঠনের সাথে সংযুক্ত, আব্দুল্লাহ আল ইমরানের রয়েছে নিজস্ব সামাজিক সংগঠন “সম্মিলন”। মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার তীব্র প্রয়াস থেকেই এ সংগঠন খোলা হয়েছে বলে জানান তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্যই সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয়ে ” সম্মিলন”।
সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিয়েও কাজ করার স্বপ্ন এ তরুনের। ইমরান বলেন, “আমরা বাস্তবিক জীবনে নিজেদের নিরাপত্তা নিয়ে যতটা ভাবি কিংবা জ্ঞাত, অনলাইন ভিত্তিক জীবনে ততটা সতর্ক নই, ফলে প্রতিনিয়তই নানা সমস্যায় পড়ছি। আমার স্বপ্ন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং এই সব সমস্যার সমাধানে একনিষ্ঠতার সাথে কাজ করা “।