অনেক দিন ধরেই ফেসবুক ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু সতর্কতার সঙ্গে ফেসবুক ব্যবহার করছেন কি? না হলে কিন্তু মহা বিপদে পড়বেন। Facebook-এর এমনই কিছু ভুল, যা আপনার এড়িয়ে চলা উচিত – তার তালিকা নিয়ে হাজির হয়েছি। দেখে নিন।
১) বিতর্কিত বিষয়ে মতামত এড়িয়ে চলুন
২) ব্যক্তিগত জিনিস শেয়ার করবেন না
৩) জনসমক্ষে বন্ধুর সমালোচনা করবেন না
৪) গ্রাহককে অপ্রয়োজনীয় মেসেজ পাঠাবেন না
৫) অন্যের সঙ্গে তাল মেলাতে যাবেন না
৬) ভুলেও অন্যের নজরকাড়ার চেষ্টা করবেন না
৭) ফেস-টু-ফেস ফিল্টার ব্যবহার করুন
৮) Facebook ফ্রেন্ডদের একটি তালিকা তৈরি করুন
৯) দম্ভ নিয়ন্ত্রণে রাখুন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার সময় সতর্ক থাকুন
১০) সংবেদনশীল তথ্য সম্পর্কে সচেতন থাকুন