Lets read Newspaper
together

সব আয়োজনের খবরাখবর এক জায়গায়

ECRSO-র দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

on

|

views

and

comments

অনুষ্ঠিত হলো Environment and Children Rights Save Organization (ECRSO) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনলাইন ওয়ার্কশপ Skill Carnival 2021।

গত ২৫ ও ২৬ জুলাই তিনটি ইন্টারেস্টিং সেশন (LinkedIn Learning, Public Speaking, Leadership and Team Management) আয়োজনের মধ্য দিয়ে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। জুম প্ল্যাটফরমের মাধ্যমে ভার্চুয়াল এ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে রেজিস্ট্রেশন করেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় আ‌য়োজন শুরু হয়। ECRSO এর Human Resource Management-এর প্রধান Tahir Tajwar Chowdhury ও চট্টগ্রামের Divisional Director Ajmain Jannat-এর উপস্থাপনায় ওয়ার্কশপ শুরু হয়। শুরুতেই তারা বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা-সহ ওয়ার্কশপ সেশন সংক্রান্ত বিভিন্ন কথা বলেন।

প্রথমে সেশনে Md. Giyas Uddin ( Founder and Admin of Skills Canvas) সকল পার্টিসিপ্যান্টদের উদ্দেশে LinkedIn কী, এটার উপকারিতা এবং কীভাবে লিংকডইন আমরা আরো প্রফেশনালি ইউজ করতে পারি, সে-বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও কীভাবে আমরা LinkedIn ব্যবহার করে আমাদের কমিউনিকেশন সার্কেল বৃদ্ধি করতে পারি, সেই সম্পর্কে একটি ইন্টারেক্টিভ সেশন নেন।

প্রথম সেশন শেষে ৫ মিনিটের একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়, যেখানে ECRSO কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রজেক্টের বিবরণী সংক্রান্ত একটি ভিডিয়ো পরিবেশন করা হয়।

বিরতির পর দ্বিতীয় সেশন নেন Abdul Kader Atik( Founder and Lead Visionary of EMAK Center)। তিনি Public Speaking-এর ওপর সেশন নেন। সেখানে তিনি পার্টিসিপ্যান্টদের উদ্দেশে বিভিন্ন কথা এবং পাবলিক স্পিকিং কীভাবে করলে সকলের মনোযোগ ধরে রাখা যায়, কীভাবে সকলের সামনে সহজে কোনো ভয় ছাড়া কথা বলা যায়, সে বিষয়ে বিভিন্ন টিপস এবং নিজের অভিজ্ঞতাও শেয়ার করেন।

প্রথম দিন শেষে ২৬ তারিখ সন্ধ্যা ৭:৩০ মিনিটে ECRSO-এর General Secretary Abid Hasan ও Women’s Wing-এর প্রধান Tafia Binte Hassan-এর উপস্থাপনায় দ্বিতীয় দিনের সেশন শুরু হয়। সেশনের শুরুতে ECRSO এর Vice-president Md. Kawser Chowdhury পার্টিসিপ্যান্টদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি বলেন, “আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখতে হলে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমাজের অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই ‘। তার বক্তব্য শেষে ECRSO-এর Human Resource Management-এর প্রধান Tahir Tajwar Chowdhury ওয়ার্কশপের একটি ইন্টারেস্টিং পার্ট কুইজ সেশন সম্পর্কে সকল পার্টিসিপ্যান্টসদের বলেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

এরপর Newspaper Olympiad-এর Founder ও President Ahshanul Mahbub Labby লিডারশিপ ও টিম ম্যানেজমেন্টের ওপর একটি ইন্টারেক্টিভ সেশন নেন। এখানে তিনি কীভাবে আমরা আমাদের লিডারশিপ স্কিল বৃদ্ধি করতে পারি তা জানান এবং লিডারশিপ সম্পর্কে বিভিন্ন টিপস ও তার অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়াও একটি টিমকে কীভাবে পরিচালনা করতে হয় এবং কীভাবে সকল মেম্বারদের মধ্যে কমিউনিকেশন গড়ে তুলতে হয় সেই সম্পর্কে বিস্তারিত শেয়ার করেন।

অনুষ্ঠা‌নের শেষ পর্যা‌য়ে উপ‌স্থিত হন ECRSO-এর সভাপতি Md. Foras Uddin Bhuiyan, যিনি সকল পার্টিসিপ্যান্টদের উদ্দেশে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে বক্তব্য রাখেন এবং ওয়ার্কশপে জয়েন করার জন্য ধন্যবাদ জানান।

পুরো আয়োজনে Youth Engagement Partner হিসেবে ছিল Sparkel of Potential, Hope Foundation, Prottasha Organization এবং Ignite Youth Foundation। Knowledge Partner হিসেবে ছিল EMAK Center।

Share this
Tags

Must-read

আজ ‘মিস্টার রাঙ্গামাটি’ এর জন্মদিন

“আমাদের রাঙ্গামাটি যেমন, এখানে সবুজ সাম্যের মতো মাথা উঁচু করে, দাঁড়িয়ে রয়েছে হৃদয় পাহাড়। তরুণ কবি এবং কথাসাহিত্যিক ফিরোজ হোসাইন। যিনি পাঠকমহলে ‘মিস্টার রাঙ্গামাটি' নামেই ব্যাপক পরিচিত।...

শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুণ কবি শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’। বইটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশন থেকে। বর্তমানে বইটি পাওয়া যাচ্ছে...

Hult Prize at University of Rajshahi ended with glamorous Grand Finale

The month-long on-campus round of the international business idea competition's Hult Prize was concluded on February 11 at University of Rajshahi's Dean's Complex. The competition's...
spot_img

Recent articles

More like this

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here