১৯৯৮ সালের অক্টোবরের পর থেকে আমেরিকান জিওসায়েন্সেস ইনস্টিটিউট জনসাধারণকে Earth Science কে আরও ভালো বোঝার এবং উপলব্ধি অর্জন করতে এবং পৃথিবীর নেতৃত্বকে এ বিষয়ে উৎসাহিত করতে এই জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করে।
2021 সালের আর্থ বিজ্ঞান সপ্তাহটি October 10 – 16, 2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং “Water Today and for the Future.” থিমটি উদ্যাপন করবে।
প্রতি অক্টোবরে, বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী, শিক্ষাবিদ এবং আগ্রহী নাগরিকরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে এই Earth Science Week পালন করে।
বাংলাদেশে Earth Science Week: গত চার বছর যাবত পদার্থবিদ মশিউর রহমান স্যার এর নেতৃত্বে বাংলাদেশে এই উৎসবটি পালিত হয়ে আসছে। এবছর এর সাথে যুক্ত হয়েছে ব্রেইনেক্স বাংলাদেশ। আপনাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি আরও সামনে এগিয়ে যাবে।
Event link : https://facebook.com/events/s/earth-science-week-2021-bangla/384956889396039/