চট্টগ্রামের নামের সাথে জড়িয়ে থাকা চরমভাবে বিপন্ন প্রজাতির কচ্ছপ- ‘বোস্তামী কচ্ছপ’ রক্ষায় সামাজিক সচেতনতা তৈরির প্রয়াসে “Save Bostami Turtles” শ্লোগান কে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে ২১.১ কিলোমিটার দৈর্ঘ্যের “Chittagong Half Marathon 2021” আয়োজন করতে যাচ্ছে।
ম্যারাথন মূলত একটি সময়াবদ্ধ ‘ফুট রেস’ ধরনের ক্রীড়া যেখানে অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়। ৪২.২ কিলোমিটার দৈর্ঘ্যের রেসকে ফুল-ম্যারাথন এবং ২১.১ দৈর্ঘ্যের রেসকে হাফ-ম্যারাথন বলা হয়।
“Chittagong Half Marathon 2021” সম্পর্কে জ্ঞাতব্য:
- আয়োজনের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২১।
- ক্যাটাগরি: ২ টি (১০ কিলোমিটার রান এবং ২১.১ কিলোমিটার হাফ-ম্যারাথন)
- অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সংখ্যা: ১৫০০ জন (১০ কিলো- ৭০০ জন, ২১.১ কিলো- ৮০০ জন)
স্থান: বন্দর নগরী চট্টগ্রামের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোড। - রেজিস্ট্রেশন: অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, যা শীঘ্রই চালু হবে।
page: https://www.facebook.com/ChittagongHalf/
Event link: https://facebook.com/events/s/chittagong-half-marathon-2021/804652620000689/