রসায়নের সাথে টুকটাক পরিচয় আমাদের সবারই। বিজ্ঞানের মজার এই অংশে শেখার ও প্রয়োগের আছে অনেক কিছু। কোমল পানীয়ের ছিপি খুলতেই বুদ্বুদ বেরিয়ে আসা কিংবা কাচের পাত্র দিয়ে মোমবাতিটি ঢাকা হলেই তা দপ করে নিভে যাওয়া- রসায়নের কারসাজি আমাদেরকে অবাক করে প্রায়ই। রসায়নের সাথে এই বন্ধুত্বটুকু কতটা অসাধারণ, তা যাচাইয়ের একটি দারুণ মাধ্যম রসায়ন অলিম্পিয়াড। প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেরাদের আগমন ঘটে, পরীক্ষা হয় মেধার। বাংলাদেশেও অনেক দুর্দান্ত প্রতিভা লুকিয়ে আছে শহুরে বা প্রান্তিক কিছু অঞ্চলে, কিন্তু প্রস্তুতির সঠিক পথ জানা না থাকায় রসায়নের সাথে সম্পর্কটি হয়ে পড়ছে ফিকে।
হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাব, চট্টগ্রামের একটি বিজ্ঞান সংঘ, সবার জন্য এবারের অলিম্পিয়াডকে করতে চায় আরও আনন্দের। তাই রসায়ন অলিম্পিয়াড নিয়ে রোমাঞ্চকরভাবে সাজানো হয়েছে “Chemaholic 1.0: Chemistry Olympiad Preparation Workshop”.
প্রথম সেশনটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে পরমাণুর গঠন নিয়ে। কোয়ার্কের সাথে পরিচিতি পর্বটা আমরা কতটা সেরে উঠতে পেরেছি কিংবা পরমাণুর প্রোটনের ভেতরের কণাটুকুও বা কেন লুকোচুরি খেলছে- এমন অনেক অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আগ্রহীরা। তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।

বিষয়: পরমাণুর গঠন (Atomic Structure)
সময়: সেপ্টেম্বর ৭-সেপ্টেম্বর ৯
রেজিস্ট্রেশন ফর্ম লিংক:
এই আয়োজনটির রয়েছে একাধিক সেশন এবং সবগুলো সেশনেই অংশগ্রহণকারীদের জন্য আরেকটু প্রাপ্তি হিসেবে থাকবে ই-সার্টিফিকেট। যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করা যাবে হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের ফেসবুক পেইজের ইনবক্সে; অথবা, যোগাযোগের জন্য থাকছেন-
জাবেদ মাহমুদ
https://www.facebook.com/mahin.mahmud.9883
নূরে ওয়াকিয়া