“পুজো পরিক্রমা” অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, “পুজো পরিক্রমা” এর আয়োজনে চতুর্থ বারের মতো আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী “আরাধনায় চিত্রপট – Revealing the festival season-IV”, যেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি, জীবনযাত্রা সহ লোকাচার ও ধর্মীয় নানা ধরনের আলোকচিত্র। উক্ত প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সকল বয়সের আলোকচিত্র শিল্পীদের ছবি জমা দেয়ার আহ্বান করা যাচ্ছে। রঙিন কিংবা সাদাকালো যেকোনো ছবি প্রদর্শনীর জন্য জমা দেওয়া যাবে।
ক্যাটাগরি-
১। ডি এস এল আর
২। মোবাইল
বিবাহ, মডেলিং এবং অশ্লীল ছবি প্রদর্শনীর জন্য জমা দেওয়া যাবে না। কোনো ধরনের ম্যানুপুলেশন, HDR ছবি গ্রহণযোগ্য হবেনা। অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। একটি ইমেইলের মাধ্যমে যেকোনো ক্যাটাগরিতে একজন ব্যক্তি সর্বাধিক ৫টি ছবি জমা দিতে পারবেন অর্থাৎ একজন ব্যাক্তি মোবাইল ক্যাটাগরিতে ৫টা ও ডি এস এল আর ক্যাটাগরিতে ৫টা ছবি দিতে পারবে। ছবি জমা দেওয়ার জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না, তবে ছবি নির্বাচিত হলে প্রতি ডি এস এল আর ছবির জন্য রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ছবি জমা দেওয়ার জন্য সময়সীমা ” ১৯ই সেপ্টেম্বর ২০২১ থেকে ১৮ই অক্টোবর ২০২১” তারিখ পর্যন্ত। নির্বাচিত ছবির ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। নির্বাচিত ছবির রেজিস্ট্রেশন তারিখ শীঘ্রই জানানো হবে। প্রদর্শনীর শেষ দিন ছবির ফ্রেম ও সার্টিফিকেট সহ T Shirt প্রদান করা হবে।
প্রদর্শনীর বিষয়- ফেস্টিভ্যাল / উৎসব।
প্রদর্শনীর তারিখ – শীঘ্রই জানানো হবে।
প্রদর্শনীর স্থান: শীঘ্রই জানানো হবে।
ছবি পাঠানোর নিয়ম:
১. ছবির ফরম্যাট- JPG/JPEG হতে হবে।
২. হাই রেজ্যুলেশন- যে কোন একদিকে কমপক্ষে ৩০০০ পিক্সেল এর উর্ধ্বে এবং সর্বনিম্ন ৩.৫ মেগাবাইট এর উর্ধ্বে হতে হবে।
৩. বেসিক কালার কারেকশন ছাড়া ম্যানিপুলেটেড ছবি গ্রহনযোগ্য হবে না।
৪. প্রতিটি ছবি যে ভাবে Rename করবেন- (category_Image serial no_Your Name_Caption_Mobile No)
উদাহরণ: Mobile_ 01_Niloy dey_Reflection_018★★★★★★★★
৫. ছবিতে কোন বর্ডার, কপিরাইট মার্ক, ওয়াটার মার্ক বা কোন ধরণের লেখা গ্রহণযোগ্য নয়।
পাঠাবেন যে ঠিকানায়: ইমেইল আইডি- aradhonai.chittropot@gmail.com। টাকা পাঠানোর সময়সূচি- ছবি সিলেক্ট হওয়ার পর ইভেন্টে জানিয়ে দেওয়া হবে। প্রদর্শনআলোকচিত্র প্রদর্শনীর তারিখ শীঘ্রই জানানো হবে।