বিশ্বে বহুল আলোচিত এক মারাত্মক ব্যাধির নাম হলো ক্যান্সার। এই রোগটির ভয়াল গ্রাসে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ক্যান্সার। মানবজীবনের বিস্ময়কর জয়যাত্রায় অন্তরায় সৃষ্টি করছে এই ব্যাধি। তাই এর বিরুদ্ধে লড়তে রণভূমিতে নেমেছে BYACA অর্থাৎ “বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস” যা বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ ক্যান্সার বিরোধী যুব সংগঠন।
করোনা মহামারির মাঝে ক্যান্সার কিন্তু থেমে নেই। এবার বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে “জাতীয় এবং আন্তর্জাতিক অধিভুক্তি বিভাগ” আয়োজন করেছে প্রথম “BYACA আন্তর্জাতিক ক্যান্সার সামিট” যেখানে যুক্ত হন দোহা মোহাম্মদ, রেডিও থেরাপি ইউনিটের পদার্থবিদ, বৈজ্ঞানিক পেশার মিশরীয় সিন্ডিকেট,ইজিপ্ট; সিপিএএ- এর বিশেষ পরিচালক সুস্মিতা মিত্র, ভারত; রোহাইব কাদির, সহকারী অপারেশন, স্যাজিস্ট বায়োসায়েন্স সোসাইটি, পাকিস্তান; এবং পূজা খানাল, সভাপতি, এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিস ক্লাব, নেপাল।
প্রথম পর্ব (ক্যান্সার বিষয়ক আলোচনা):
অধিবেশনটি স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে ফেসবুক লাইভে ২২ শে আগস্ট, বাংলাদেশ সময় রাত ৯:০০ টা (বিএসটি) তে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন BYACA এর পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ শ্রেয়া বিশ্বাস৷
অনুষ্ঠানটির সূচনা করেন BYACA এর সভাপতি অর্পণ চৌধুরী। এরপর “বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস” পরিবারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন তাদের সেক্রেটারি রাজন মল্লিক ও সহ-সভাপতি মঈনউদ্দীন । এরপর BYACA এর জাতীয় এবং আন্তর্জাতিক অধিভুক্তি ডিপার্টমেন্টের প্রশাসনিক সহযোগী অনিন্দীতা রায় এই সামিটের উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরেন। তারা বিদায় নেওয়ার পর যুক্ত হন সম্মানিত অতিথিবৃন্দ।
প্রথমে উপস্থাপিকা শ্রেয়া বিশ্বাস তাদেরকে তাদের দেশের ক্যান্সার অবস্থা সম্পর্কে প্রশ্ন করেন ও তারা এ বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এরপর বিভিন্ন ক্যান্সার বিষয়ক নতুন নতুন প্রযুক্তি ও গবেষণা নিয়ে কথা বলেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির মাধ্যমে ক্যান্সার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানা যায়। যেমন- কীভাবে ক্যান্সার চিকিৎসার খরচ কমানো সম্ভব? ক্যান্সারের উপর করোনা ভ্যাকসিনের কোনো প্রভাব আছে কি-না? ধূমপান ছাড়া আর কী কী কারণে ফুসফুস ক্যান্সার হতে পারে? ইত্যাদি। এছাড়া তাদের থেকে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি বিষয়ে জানা যায়।
দ্বিতীয় পর্ব (প্রশ্নোত্তর পর্ব):
লাইভ চলাকালীন কমেন্ট বক্সে বিভিন্ন জন বিভিন্ন প্রকার ক্যান্সারজনিত সমস্যার কথা তুলে ধরেন ও এর থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানতে চান। অতিথিবৃন্দ অত্যন্ত যত্নসহকারে তাদের প্রশ্নের উত্তর দেন ও সব দর্শক তাতে সন্তুষ্ট হয়।

উপস্থাপিকা শ্রেয়া বিশ্বাস অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ও অতিথিবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে প্রশ্নের উত্তর দিয়েছেন। এর ফলশ্রুতিতে সকলে পেয়েছে একটি সার্থক লাইভ সামিট।
খুবই প্রয়োজনীয় তথ্য পেয়েছি।ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠানের আয়োজন করা হোক।