Lets read Newspaper
together

সব আয়োজনের খবরাখবর এক জায়গায়

BTF- Writing and Poster Designing Competition 2021

on

|

views

and

comments

১০ই সেপ্টেম্বর সারা বিশ্ব পালন করে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)’ বাংলাদেশে পালন করতে যাচ্ছে এই দিবসটি। এ বছরের প্রতিপাদ্য “কাজের মাঝে জাগাই আশা”-কে সামনে রেখে বিটিএফ আয়োজন করেছে ‘ছোটোগল্প, প্রবন্ধ ও পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতা’। লেখা আর ছবির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে অনুপ্রাণিত করাই এবারের মূল লক্ষ্য।

নিম্নোক্ত তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে –

  • ছোটগল্প
  • প্রবন্ধ
  • পোস্টার ডিজাইনিং

জমা দেওয়ার শেষ সময়: ২৩ আগস্ট, ২০২১
পুরস্কার ঘোষণা করা হবে: ১০ সেপ্টেম্বর, ২০২১

পুরস্কার সম্পর্কে –
১. তিনটি ক্যাটাগরিতেই প্রথম পাঁচ জন করে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হবে।
২. ১০ই সেপ্টেম্বর জুম সেশনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
৩. পুরস্কার হিসেবে বিজয়ীদের নিম্নোক্ত টাকার সমপরিমাণ টোকেন/ ভাউচার প্রদান করা হবে –
১ম পুরস্কার – ৳১২,০০০
২য় পুরস্কার – ৳৮,০০০
৩য় পুরস্কার – ৳৬,০০০
৪র্থ পুরস্কার – ৳৪,০০০
৫ম পুরস্কার – ৳৩,০০০

প্রতিযোগিতার নিয়মাবলি –
১. প্রতিযোগিদের বয়সসীমা অবশ্যই ১৪ থেকে ২৯ এর মধ্যে হতে হবে।
২. একজন প্রতিযোগী একাধিক ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন, তবে যে কোনো এক ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হতে পারবেন।
৩. লেখা ও ডিজাইনের মূল বক্তব্য আত্মহত্যা প্রতিরোধমূলক হতে হবে।

ছোটোগল্প ও প্রবন্ধ জমা দেওয়ার ক্ষেত্রে –
১. ছোটোগল্প অনূর্ধ্ব ২০০০ শব্দের মধ্যে হতে হবে।
২. প্রবন্ধ অনূর্ধ্ব ৮০০ শব্দের মধ্যে হতে হবে।
৩. একজন একটি ক্যাটাগরিতে একটিই মাত্র লেখা জমা দিতে পারবেন।
৪. লেখা বাংলা হরফে লিখতে হবে।
৫. পূর্বে কোথাও ছাপা হওয়া বা পোস্ট করা লেখা দেওয়া যাবে না।
৫. কোনো ধরনের নকল করা লেখা দেওয়া যাবে না।
৬. গল্পের নামকরণ আবশ্যিক।
৭. লেখা অবশ্যই টাইপ করা হতে হবে এবং PDF ফাইল জমা দিতে হবে।
৮. লেখার মধ্যে কোনো ধরনের জরিপ বা তথ্য অন্য জায়গা থেকে নিলে অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে।

পোস্টার ডিজাইনিং জমা দেওয়ার ক্ষেত্রে –
১. পোস্টারের দৈর্ঘ্য ১৮ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি হতে হবে (১৮” x ২৪”)।
২. একজন প্রতিযোগীকে ৩টি পোস্টার জমা দিতে হবে, তার মধ্যে যে-কোনো একটি পুরস্কারের জন্য মনোনীত হবে।
৩. প্রতিটি পোস্টারের সাথে ৫০ থেকে ১০০ শব্দের মাধ্যমে জানাতে হবে পোস্টারে কী বোঝানো হয়েছে। ছবি সাবমিট করার সময় গুগল ফর্মে পরের বক্সে লেখার জায়গা থাকবে।
৪. পোস্টার বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই হতে পারে।
৩. পোস্টারের মার্কিং এর ক্ষেত্রে ৩০% নম্বর বরাদ্দ থাকবে পাবলিক ভোটের জন্য, ৭০% বিচারকদের।
৪. পাবলিক ভোটের জন্য মনোনীত পোস্টারগুলো তাদের পেইজে পোস্ট করা হবে, সেখানে কমেন্টের সংখ্যা অনুযায়ী মার্কিং করা হবে।
৫. পোস্টারের কনটেন্ট হতে পারে এ-বছরের প্রতিপাদ্যকে ঘিরে কিংবা হতাশা ও আত্মহত্যা প্রতিরোধে কীভাবে কাজ করা যায় বা আত্মহত্যা সম্পর্কিত প্রচলতি ভ্রান্ত ধারণা দূর করাকে ঘিরে।
৬. পোস্টার পিএনজি (PNG) ফাইলে সাবমিট করতে হবে।

পার্সিটিপেশন ফি: ফ্রি
লেখা বা, পোস্টার জমা দিন – https://forms.gle/UdmBN9pQSWG3bGjE6

Share this
Tags

Must-read

আজ ‘মিস্টার রাঙ্গামাটি’ এর জন্মদিন

“আমাদের রাঙ্গামাটি যেমন, এখানে সবুজ সাম্যের মতো মাথা উঁচু করে, দাঁড়িয়ে রয়েছে হৃদয় পাহাড়। তরুণ কবি এবং কথাসাহিত্যিক ফিরোজ হোসাইন। যিনি পাঠকমহলে ‘মিস্টার রাঙ্গামাটি' নামেই ব্যাপক পরিচিত।...

শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুণ কবি শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’। বইটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশন থেকে। বর্তমানে বইটি পাওয়া যাচ্ছে...

Hult Prize at University of Rajshahi ended with glamorous Grand Finale

The month-long on-campus round of the international business idea competition's Hult Prize was concluded on February 11 at University of Rajshahi's Dean's Complex. The competition's...
spot_img

Recent articles

More like this

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here