শিল্পী ও সৃষ্টিশীল মানুষদের কর্মকে মূল্যায়নের একটি প্ল্যাটফরম পেইন্টবিট। পেইন্টবিট আয়োজন করছে এই কন্টেস্টটি, যার মাধ্যমে একজন শিল্পী নিজের আঁকা ছবি, ফটোগ্রাফি বা ক্রাফটস অনেক মানুষের সামনে তুলে ধরতে পারবে। শুধু তাই নয়, এই প্ল্যাটফরমের মাধ্যমে তারা এইসব সৃষ্টিকর্ম বিক্রি করারও সুযোগ পাবে। পেইন্টবিট-এর আয়োজিত প্রতিযোগিতার বিস্তারিত সহজ ভাষায় নিচে দেওয়া হলো:
১। প্রতিযোগিতার ক্যাটাগরি:
ক. পেইন্টিং (প্রতিকৃতি, ল্যান্ডস্কেপ, বিমূর্ত — জলরং, অ্যাক্রেলিক অথবা তেলরং জাতীয় মাধ্যম)
খ. ড্রয়িং (প্রতিকৃতি, ল্যান্ডস্কেপ, বিমূর্ত —-গ্রাফাইট পেন্সিল, পেনসিল রং, পেন ও এ-জাতীয় মাধ্যম)
গ.ডিজিটাল আর্ট (বিষয় উন্মুক্ত)
ঘ. ক্যালিগ্রাফি (টাইপোগ্রাফি অথবা হস্তলিখিত)
ঙ. স্কেচ – গ্রাফাইট পেনসিল, পেনসিল রং, পেন ও এ-জাতীয় মাধ্যম
চ. মোবাইল ফটোগ্রাফি (বিষয় উন্মুক্ত)
ছ. ক্যামেরা ফটোগ্রাফি (বিষয় উন্মুক্ত)
জ. ক্রাফটস (হাতে বানানো সৃষ্টিশীল কারুশিল্প)
ঝ. হ্যান্ডমেড গহনা
ঞ. হ্যান্ড পেইন্টেড ড্রেস
*একজন আর্টিস্ট প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১টি করে আর্টওয়ার্ক জমা দিতে পারবে। ফটোগ্রাফির ক্ষেত্রে মোবাইল বা ক্যামেরা প্রতি সেকশনে একটি করে সর্বোচ্চ দুটি ফটোগ্রাফস জমা দেওয়া যাবে।
*প্রতিটি আর্টওয়ার্ক প্রতিযোগিতায় আলাদাভাবে বিবেচ্য হবে।
২। আর্টওয়ার্ক জমাদান প্রক্রিয়া:
ক.আপনার আর্টওয়ার্কের ছবিটি Paintbeat-এর ফেইসবুক গ্রুপে জয়েন করে পোস্ট করতে হবে।
https://www.facebook.com/groups/258643068531022/?ref=share
পোস্ট করার সময় অবশ্যই ক্যাপশনে #Paintbeatart_Summit_2021
লিখতে হবে এবং ক্যাটাগরি, মিডিয়াম উল্লেখ করতে হবে। ফটোগ্রাফির ক্ষেত্রে মোবাইল ফটোগ্রাফি অথবা ক্যামেরা ফটোগ্রাফি কথাটি উল্লেখ করতে হবে।
খ. পেইন্টবিট পেইজ থেকেই বহুল কাঙ্ক্ষিত প্রাইজ ঘোষণা করা হবে, আর্টিস্টদের প্রোমোট করা হবে এবং বিজয়ীদের চিত্রকর্ম বিক্রি করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। কাজেই নিচের লিংকে গিয়ে পেইজটিতে লাইক দিয়ে আসতে হবে।
https://www.facebook.com/Paintbeat-103065884782833/
গ. এরপর গুগল ডক্সে প্রবেশ করে
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0ebqCMC7ql4jR1eNU6ECvMFAXOuMAOJA-wplg73doBYjopw/viewform
এর মাধ্যমে আর্টওয়ার্কের ছবি ভালো রেজুলেশনের স্ক্যান বা ফটো ক্যাপচার করে সাবমিট করতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য আলাদাভাবে ফর্মটি পূরণ করা আবশ্যক। যে-কোনো ফাইল ফর্মেটেই আর্টওয়ার্ক জমা দেওয়া যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ফাইলটির সাইজ ১০ মেগাবাইট অতিক্রম না করে।
৩। প্রতিযোগিতার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই।প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়কাল: ১৭ আগস্ট, ২০২১ থেকে ৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
৪। বিচার প্রক্রিয়া এবং পুরষ্কার:
ক/ আর্টওয়ার্কগুলোকে বিচার করবেন পেইন্টবিটের সম্মানিত বিচারক প্যানেল। বিচারক প্যানেলে থাকবেন দেশসেরা চিত্রশিল্পী, ফটোগ্রাফার ও শিল্পরসিক ব্যক্তিবর্গ। বিচারক প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে কনটেস্ট চলাকালীন। বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতেই বিচারকার্য সম্পাদন করা হবে।
খ. People’s Choice নামে আলাদা একটি ব্যবস্থা থাকবে আর্টওয়ার্কের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য। এর সাথে বিচারকের নম্বর বণ্টনের কোনো সম্পর্ক নেই। সেখানে পোস্টে লাইক, কমেন্ট ও পাবলিক রেসপন্সের ওপরে ভিত্তি করে প্রতি ক্যাটাগরি থেকে ১টি করে আর্টওয়ার্ক জনমত বিচারে শ্রেষ্ঠ আর্টওয়ার্ক হিসেবে পুরস্কৃত হবে।
গ. সকল অংশগ্রহণকারী ই-সার্টিফিকেট পাবে। প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে সর্বমোট ৩০ জনকে লাইভে বিজয়ী ঘোষণা করা হবে। এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতে জনমত জরিপে শ্রেষ্ঠ আর্টওয়ার্কটিও পুরস্কৃত হবে। পুরস্কার হিসেবে থাকছে—
- বিজয়ীদের স্পেশাল সার্টিফিকেট
- প্রিমিয়াম ই-বুক (হার্ড কপি না দেওয়ার কারণ- দেশের বাইরের অংশগ্রহণকারীদের করোনাকালীন পুরস্কার ডেলিভারি করা যাচ্ছে না)
- ১৫০০$এর প্রিমিয়াম কোর্স সম্পুর্ণ ফ্রি!
- Paintbeatart-এ বিনামূল্যে আর্টিস্ট হিসেবে রেজিস্ট্রেশন করার সুযোগ।
- পেইন্টবিট সাইটের জন্য ক্যাশব্যাক কুপন
- সবশেষে বিজয়ীদের আর্টওয়ার্কগুলো আমাদের পেজের মাধ্যমে বিক্রি করে দেয়ার ব্যবস্থা করা হবে।
৫। সাধারণ শর্তাবলি:
ক. পেইন্টিবিট গ্রুপের অ্যাডমিন, আয়োজক এবং মডারেটরেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
খ. কোনো শ্রেণি বা জাতিকে কটাক্ষ করে, এমন আর্টওয়ার্ক জমা দেওয়া যাবে না।
গ. বিজ্ঞাপন নির্দেশক অথবা বাণিজ্যিক উদ্দেশ্য আছে, এমন কিছু গ্রহণযোগ্য হবে না।
ঘ. কোনোভাবেই নিজের আঁকা বা নিজের তৈরি আর্টওয়ার্ক ব্যতীত অন্য কারো আর্টওয়ার্ক প্রতিযোগিতার জন্য জমা বা পোস্ট দেওয়া যাবে না।
ঙ. পেইন্টবিট কর্তৃপক্ষ যে-কোনো সময় এই প্রতিযোগিতার শর্তাবলি পরিবর্তন ও পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করে এবং অনুলিখিত যে-কোনো বিষয়ে কোনো জটিলতার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচ্য।
Event link : https://facebook.com/events/s/paintbeat-art-summit-2021-unle/860219534899171/