২০১৬ সালের পথচলা শুরু করার পর থেকে ‘ডিবেট ক্লাব অব নওগাঁ’-ডিসিএন তার সাফল্যমণ্ডিত ধারাবাহিকতা বজায় রেখেছে। সকলকে বিতর্কের প্রয়োজনীয়তা উপলব্ধি এবং এর চর্চা করার এক উন্মুক্ত প্ল্যাটফরম হলো ডিসিএন। এখনও পর্যন্ত ডিসিএন কাজ করে যাচ্ছে নওগাঁ জেলার সকল শ্রেণির বিতার্কিকদের জন্য। তাদের উন্নয়ন, বিতর্ক চর্চার সব কিছুকে মাথায় রেখে ডিসিএন অনুশীলনমূলক বিতর্ক চর্চা, ওয়ার্কশপ আয়োজন, বিভিন্ন টুর্নামেন্টে দল পাঠানো-সহ বিভিন্নভাবে বিতার্কিকদের দক্ষতা বাড়ানোর প্রয়াস করে যাচ্ছে। সুস্থ এই সাংস্কৃতিক ব্যবস্থাকে ধরে রাখার জন্য ইতোমধ্যে ডিসিএন অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে তাদের ৩টি বিতর্ক উৎসব,
১. বকুল বালিকা বিতর্ক উৎসব ১.০ ( https://fb.me/e/20mWhis6q )
২. ডিসিএন আন্তঃজেলা বিতর্ক উৎসব ২০২১ ( https://fb.me/e/1xdfkT1Hy )
৩. KuRuLuSh Intra 1.0 https://fb.me/e/1EynoNKkt
বিতার্কিকদের বিতর্ক করার আগ্রহ বৃদ্ধি, শেখা, জানা ও তার প্রয়োগ করার জন্য ডিসিএন নিয়ে এলো তাদের ২য় বিতর্ক প্রতিযোগিতা, “2nd DCN INTRA 2021”
টুর্নামেন্টের নিয়মাবলি:
১. বিতর্কের ধরন- এশিয়ান পার্লামেন্টারি ( বাংলা )
২.বিতর্ক হবে অনলাইনে (মাধ্যম: ডিসকর্ড)
৩.বিতর্ক হবে ট্যাব পদ্ধতিতে (৩ রাউন্ড)
৪. ৭-৯ অক্টোবরের ভেতরে টুর্নামেন্ট শেষ করা হবে। (টুর্নামেন্টের অন্তত ৫ দিন আগে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে)।
৫. দল সংখ্যা হবে ১২টি (আগে এলে আগে স্লট দেওয়া হবে)।
৬. কার্যনির্বাহী, উপদেষ্টা ও সাধারণ সদস্য যে-কেউ চাইলে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
৭. দল গঠনের নিয়ম: টুর্নামেন্টে ২টি ক্যাটাগরির বিতার্কিকদের চিহ্নিত করা হবে এবং ইভেন্টে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে।
ক. প্রিমিয়াম
খ. নোভিস

এই দুই ক্যাটাগরির বাইরের সবাই স্বতন্ত্র ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবেন এবং তাদের আলাদাভাবে চিহ্নিত করা হবে না বা তাদের নামের তালিকা প্রকাশ করা হবে না। প্রত্যেক দলে অন্তত একজন নোভিস ডিবেটার থাকা বাধ্যতামূলক। একটি দলে একজনের বেশি প্রিমিয়াম সদস্য থাকতে পারবে না। রেজিস্ট্রেশন ফি- দল প্রতি ২১০/- টাকা মাত্র। প্রি-রেজিস্ট্রেশনের শেষ সময়- ২০ সেপ্টেম্বর (রাত ১১ টা ৫৯ মিনিট)। প্রি-রেজিস্ট্রেশন ফর্ম https://docs.google.com/…/1FAIpQLSdEYCDtozQ…/viewform