মহাকাশ গবেষণায় বাংলাদেশ যেন বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা [Bangladesh Space Research Society (BSRS)] মূলত বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ এবং শিক্ষাঙ্গনে মহাকাশ গবেষণার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এবার Bangladesh Space Research Society এবং Dhaka Commerce College Film Club আয়োজন করতে যাচ্ছে Star Cineplex-এর সৌজন্যে ‘1st National Astro Carnival’।
★ইভেন্টের ক্যাটাগরি-
i) জুনিয়র, (8 – 10)
ii) সিনিয়র, (11 – অ্যাডমিশন ব্যাচ)
★সেগমেন্ট :
- Cosmology Olympiad
- Astro Physics Olympiad
- Math Olympiad
- Chemistry Olympiad
- Astro Biology Olympiad
- Film Olympiad
- Spaces Craft Model Making
- Space Based Wall Magazine
- Scrap Book
- Cosplay
- Space Quiz
- Powerpoint Presentation
- Gaming Session
★তারিখ: ২৩ আগস্ট , ২০২১ (সন্ধ্যা ৬টা)
★ভেনু: ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা।
★পুরস্কারসমূহ:
প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য রয়েছে সার্টিফিকেট এবং বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
★রেজিস্ট্রেশনের নিয়মাবলি :
• রেজিস্ট্রেশন করতে প্রথমে এই নাম্বারে রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে হবে বিকাশ ফি-সহ মোট ১০০ টাকা।
বিকাশ নাম্বারঃ +8801791-388398
• বিকাশ করার পর ট্রানজেকশন আইডিটি সংরক্ষণ করতে হবে অবশ্যই ।
• এরপর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হব ।
★রেজিস্ট্রেশনের শেষ তারিখ
২৩ আগস্ট, ২০২১ (সন্ধ্যা ৬টা)
ইভেন্টর সকল সেগমেন্ট এর আরও বিস্তারিত তথ্য এবং ইভেন্ট শিডিউল জানতে চোখ রাখুন:
https://facebook.com/events/s/1st-national-astro-carnival/506424763855614/