মহাকাশ গবেষণায় বাংলাদেশ যেন বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারে সেই লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা [Bangladesh Space Research Society (BSRS)] মূলত বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ এবং শিক্ষাঙ্গনে মহাকাশ গবেষণার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইভেন্টের বিস্তারিত:
ক্যাটাগরি-
i) জুনিয়র (৮ম-১০ম শ্রেণি)
ii) সিনিয়র (১১শ শ্রেণি-অ্যাডমিশন ব্যাচ)
ভেনু: ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা।
প্রাইজ পুল: সকল প্রতিযোগীর জন্য সার্টিফিকেট। সেরা ৩ জনের জন্য বিশেষ পুরস্কার।
সেগমেন্ট:
Cosmology Olympiad:
ক্যাটাগরি-জুনিয়র, সিনিয়র– এই ২ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই সেগমেন্ট। প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে।
Astro Physics Olympiad:
ক্যাটাগরি- জুনিয়র, সিনিয়র– এই ২ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই সেগমেন্ট। প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে।
Math Olympiad:
ক্যাটাগরি- জুনিয়র, সিনিয়র– এই ২ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই সেগমেন্ট।
প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে।
Chemistry Olympiad:
ক্যাটাগরি- জুনিয়র, সিনিয়র– এই ২ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই সেগমেন্ট। প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে।
Astro Biology Olympiad:
ক্যাটাগরি- জুনিয়র, সিনিয়র– এই ২ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই সেগমেন্ট। প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে।
Film Olympiad:
যে-কোনো শ্রেণির শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেরা ১৫ জনকে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট দেওয়া হবে।
Spaces Craft Model Making:
১) এই ২ টি ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
২) এই সেগমেন্ট তিন সদস্যের দল বিশিষ্ট হতে হবে ।
৩) টিমের সকল সদস্য একই প্রতিষ্ঠানে থেকে হতে হবে।
৪) যে-কোনো উপাদান এবং আকার বা আকৃতির হতে পারবে।
৫) স্পেস ক্রাফটের সৌন্দর্য, উপস্থাপন, পরিকল্পনা এবং উপাদানের সঠিক ব্যবহার, এ সকল বিষয়ের ওপর ভিত্তি করে ফলাফল ঘোষণা করা হবে।
৬) প্রতিযোগিতার শুরুর দিন স্পেস ক্রাফট জমা দিতে হবে ।
Space Based Wall Magazine:
১) ২ টি ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
২) যে কোন সাইজের দেয়াল পত্রিকা জমা দেওয়া যাবে ।
৩) দেওয়াল পত্রিকা মহাকাশ বিষয়ক হতে হবে ।
৪) প্রতি ক্যাটাগরি থেকে সেরা তিনটি দেওয়াল পত্রিকাকে পুরস্কার দেওয়া হবে ।
৫) দেওয়াল পত্রিকা তিন সদস্যের দল বিশিষ্ট হতে হবে ।
৬) প্রতিযোগিতার শুরুর দিন দেওয়াল পত্রিকা জমা দিতে হবে।
Scrap Book:
এই সেগমেন্ট এ জুনিয়র, সিনিয়র – এই ২টি ক্যাটাগরির শিক্ষার্থী অংশ নিতে পারবে । স্ক্র্যাপবুকের বিষয়গুলো মহাকাশের বিষয়বস্তু। এই সেগমেন্ট দুই সদস্যের দল বিশিষ্ট হতে হবে। টিমের সকল সদস্য একই প্রতিষ্ঠান থেকে হতে হবে। যে-কোনো উপাদান এবং আকার ও আকৃতির হতে পারবে। প্রতিযোগিতার শুরুর দিন স্ক্র্যাপ বুক জমা দিতে হবে।
Cosplay:
যে-কোনো শ্রেণির শিক্ষার্থী অংশ নিতে পারবে। প্রথম ৫ জনকে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট দেওয়া হবে। সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে। সেগমেন্টর আরও বিস্তারিত তথ্য এবং ইভেন্ট শিডিউল প্রকাশ করা হবে
কসপ্লে খুব বেশি খোলামেলা হতে পারবে না। মার্জিত হতে হবে।
দর্শকদের এবং সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এমন কোনো অস্ত্র ব্যবহার করলে তা অনুমোদিত হবে না।
প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটি প্রতিযোগীকে স্বীকৃতি এবং সম্মতি দিতে হবে যে প্রতিযোগিতায় তার অংশগ্রহণ সম্পূর্ণ তার নিজের ঝুঁকিতে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফলে যে কোনো ক্ষতি, ক্ষয়, আহত, অক্ষমতা বা মৃত্যুর জন্য আয়োজক কোনোভাবেই দায়বদ্ধ হবেন না।
এই অফিসিয়াল বিধি মেনে চলতে বা যুক্তিযুক্ত কারণে যে-কোনো সময় কোনো দায়বদ্ধতা ছাড়াই যে-কোনো প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করার অধিকার আয়োজকের রয়েছে।
বিজয়ীদের পরিচালনা দ্বারা নির্বাচিত করা হবে ।
Space Quiz:
এই সেগমেন্ট সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে । কুইজের বিষয় হবে মহাকাশ-বিষয়ক । প্রতিযোগিতা হবে দুই ধাপে। প্রথমে ৩০ মিনিটের লিখিত পরীক্ষা নেওয়া হবে । লিখিত পরীক্ষা থেকে বাছাইকৃত সেরা ৪টি টিমকে বাছাই করা হবে পরবর্তী স্টেজ রাউন্ডের জন্য । স্টেজ রাউন্ড থেকে সেরা টিমকে পুরস্কৃত করা হবে। কুইজে অংশ নিতে তিন সদস্যের টিম বানাতে হবে। টিমের সকল সদস্য একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হতে হবে।
Power Point Presentation:
এই সেগমেন্টে যে-কোনো ক্যাটাগরির শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
১) শিক্ষার্থীদের ৪ মিনিট সময় দেওয়া হবে ।
২) ৪ মিনিটে নিজের প্রেজেন্টেশনটি সকলের সামনে তুলে ধরতে হবে ।
৩) প্রেজেন্টেশনের বিষয় পূর্বেই বলে দেওয়া হবে
৪) সেরা ৩ জনকে পুরস্কৃত করা হবে ।
৫) প্রেজেন্টেশন বাংলা অথবা ইংরেজি ভাষায় দিতে হবে । প্রেজেন্টেশনে স্লাইডের সংখ্যা সর্বোচ্চ ১০টি হতে পারবে ।
গেমিং সেশন:
অংশগ্রহণকারী এবং দর্শনার্থী সবার জন্য উন্মুক্ত এই সেকশন। গেমিং সেশনের জন্য পৃথকভাবে ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । যদিও তা খুবই সামান্য।
রেজিস্ট্রেশনের নিয়মাবলি:
রেজিস্ট্রেশন ফি প্রতি প্রতিযোগী মাত্র ১০০
টাকা । ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধম্যে একজন প্রতিযোগী তার ক্যাটাগরি অনুযায়ী সবগুলো সেগমেন্টেই অংশ নিতে পারবে । সেক্ষেত্রে দলভিত্তিক কোন সেগমেন্টে অংশ নিতে প্রতি প্রতিযোগী ১০০ করে দলের জন্য মোট ৩০০ টাকা জমা দিতে হবে । রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে ।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
• রেজিস্ট্রেশন করতে প্রথমে এই নাম্বারে রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে হবে বিকাশ ফি-সহ মোট ১০০ টাকা ।
বিকাশ নাম্বার: +8801791-388398।
বিকাশ করার পর যে নাম্বার থেকে বিকাশ করা হয়েছে, সেটি এবং বিকাশের ওই লেনদেনের বিকাশ ট্রানজেকশন আইডিটি সংরক্ষণ করতে হবে অবশ্যই ।
• এবার এই লিংকে গিয়ে ফর্ম পূরণ করতে হবে ।
ফর্ম পূরণের সময় ফর্মে পূর্বে সংরক্ষিত যে নাম্বার থেকে বিকাশ করা হয়েছে সেটি এবং বিকাশের ওই লেনদেনের বিকাশ ট্রানজেকশন আইডিটি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি ছাড়া কোনো সাবমিশন গ্রহণ করা হবে না । একাধিক সেগমেন্টের ক্ষেত্রে প্রতি সেগমেন্টের জন্য আলাদাভাবে ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই ।
**উপর্যুক্ত নির্দেশ না মানা হলে রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না । **
রেজিস্ট্রেশনের শেষ তারিখ:
১০ সেপ্টেম্বর, ২০২১ (সন্ধ্যা ৬টা)
বিশেষ_দ্রষ্টব্য:
১) Bangladesh Space Research Society এই প্রতিযোগিতায় যে-কোনো পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন এবং এই প্রতিযোগিতার কল্যাণে যে-কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে এবং এ ব্যাপারে অন্য কোনো প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে কোনোরূপেই দায়বদ্ধ নয় ।
২) রেজিস্ট্রেশন ফি ছাড়া কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না। রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য ।
৩) ইভেন্টের সকল সেগমেন্টের আরও বিস্তারিত তথ্য এবং ইভেন্ট শিডিউল প্রকাশ করা হবে ।
যে-কোনো ধরনের তথ্যের জন্য যোগাযোগ:
national.astrocarnival@gmail.com