ওয়েব ব্রাউজার ক্রোমের লোগোতে কিছুটা পরিবর্তন এনেছে গুগল। আগের চেয়েও অনেক উজ্জ্বল হয়েছে রঙ, কেন্দ্রীয় অংশের নীল গোলাকার বৃত্তটি আগের তুলনায় বড়ো করা হয়েছে। শ্যাডোগুলো নেই। আট বছরের মধ্যে এই প্রথম লোগোটিতে কোনো পরিবর্তন আসলো। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে গুগলের বর্তমান ব্রান্ডের সঙ্গে আরো মেলবন্ধনের জন্য লোগোটিতে একটি সহজভাব আনতেই এই পরিবর্তন।
২০০৯ সালে ক্রোমের বৃত্তাকার, চার রংয়ের মৌলিক নকশার লোগোটির প্রথম আবির্ভাব ঘটে। ২০১১ সালের পরিবর্তনে একে কিছুটা চ্যাপ্টা আকার দেয়া হয়। এবারের লোগোটিতে খুব সূক্ষ্ম পরিবর্তন ঘটেছে। লোগো পরিবর্তনের বিষয়টি অনেক সময়ই ভালোভাবে গ্রহণ করা হয় না। যেমনটা হয়েছিল ২০১৬ সালে উবারের এবং ইনস্টাগ্রামের লোগো পরিবর্তনের সময়। গ্রাহকরা এতে অনেক সময় বিরক্ত হয়। ক্রোমের ক্যানারি টেস্ট সংস্করনে পরিবর্তনটি শুরু করেছে গুগল। আগামি কয়েক সপ্তাহে তা ডেভেলপার, বেটা এবং মেইনস্ট্রিমেও ছড়িয়ে দেওয়া হবে।
অ্যানালেটিকস প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টার জানিয়েছে, ক্রোমের প্রভাবশালী আধিপত্যের (ক্রোমের মাধ্যমে ৬৩ শতাংশ ওয়েব ব্যবহার) কারণে গুগল এখানে খুব বড়ো ধরনের পরিবর্তন করতে পারবে না। ক্রোমের ডিজাইনার এলভিন হু বলেছেন, উইন্ডোজ, ম্যাকওএস এবং আইওএসে ক্রোমকে আরো পরিচিত করে তুলতে কাজ করছে গুগল।
আমরা চাইছি আইকনগুলোয় যেনো ক্রোমকে চেনা যায়, পাশাপাশি প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য তা ভালোভাবে নকশা করা হয়। যেমন, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ এর জন্য আইকনটির রং মাত্রাবিভক্ত করে এর নিচের অংশে অন্ধকার করা হচ্ছে। অন্যদিকে ক্রোমে ওএসে রংগুলো আরো উজ্জ্বল করা হয়েছে। আর ম্যাকওএসে আইকনটি চিকন ডিস্কের মতো থ্রিডি চেহারা পেয়েছে।