দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও বিজ্ঞান গবেষণায় উৎসাহী করার জন্য এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-র বাংলাদেশ দল নির্বাচনের জন্য ২০১৫ সাল থেকে আয়োজিত হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবছরও গত বছরের মতো অনলাইনে আয়োজিত হবে ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২১) । যেখান থেকে নির্বাচন করা হবে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২১)-এর বাংলাদেশ দল।
অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে; যথাক্রমে-
প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান),
জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান),
সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি, এসএসসি পরীক্ষার্থী)
বিশেষ (একাদশ, দ্বাদশ শ্রেণির যারা ১ জানুয়ারি ২০০৬ তারিখ বা তার পর জন্ম গ্রহণ করেছে)
- ২০২১ সালে শিক্ষার্থীরা যে শ্রেণিতে আছে, সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে।
- বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য।