ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা আনছে ফাইজার ও বায়োএনটেক। মঙ্গলবার ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)-এর আনুষ্ঠানিক অনুমোদন চাওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানিয়েছে, ভ্যাকসিনটি দুই ডোজের হবে। এফডিএ-র অনুমোদন সাপেক্ষে এ মাসের শেষ নাগাদ এটি সহজলভ্য হতে পারে।