নতুন একাডেমিক প্রোডাক্ট ‘অনলাইনে অফলাইন লার্নিং’ উন্মোচন করলো ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। গত রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের ন্যাশনাল কনফারেন্স রুমে এর উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে নতুন এই একাডেমিক প্রোডাক্টের ব্যাপারে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।
একাডেমিক প্রোডাক্ট সম্পর্কে জানা যায়, এ কোর্সটি সাজানো হয়েছে ৫ম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। প্রোডাক্টিতে ৫ম থেকে ৭ম শ্রেণির জন্য গণিত, ৮ম শ্রেণির জন্য গণিত এবং সাধারাণ বিজ্ঞান এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের মূল বিষয়গুলোর উপর নির্দেশিকা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে আরও জানা যায়, একজন শিক্ষার্থী রেকর্ডেড ক্লাস পাবেন, এছাড়াও ক্লাসের মাঝে শিক্ষককে প্রশ্ন করার সুযোগ এবং নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে টেস্ট পেপার সলভের ব্যবস্থা।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, ‘‘টেন মিনিট স্কুলের মাধ্যমে আমরা সবসময় চেয়েছি শিক্ষার্থীদের গতানুগতিক ব্যবস্থার বাইরে যেয়ে নতুনভাবে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার। যাতে তারা নিজেদের পড়াশোনাকে আরও আনন্দের সাথে শিখতে পারে, তারা যেন নতুন কিছু শিখতে নিজেদের উদ্বুদ্ধ করে। আমাদের নতুন এই একাডেমিক নির্দেশিকা শিক্ষার্থীদের যেমন পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করবে,পাশাপাশি তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করতেও সাহায্য করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের হেড অফ এইচ আর মুনজেরিন শহীদ, মার্কেটিং লিড মুফাসসাল সাইফ, পিআর এন্ড কমিউনিকেশন ম্যানেজার আবদুল্লাহ আল শিহাব সহ আরো অনেকেই।