অবশেষে চূড়ান্ত হয়েছে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর শিডিউল। এই বছরের মূল থিম- “Social Robots”. প্রতিটি ক্যাটাগরির হালনাগাদ রুলবুক ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা আছে। যে-কোনো ক্যাটাগরিতে অংশগ্রহণের আগে অবশ্যই ওই ক্যাটাগরির রুলবুক ওয়েবসাইট থেকে ভালো করে পড়ে নিতে হবে। উল্লেখ্য, এ-বছর ১৬ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে ও আরও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে- https://bdro.org/
অপরদিকে রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু হবে অতি শীঘ্রই। তাই সকল খুদে রোবটবিদকে আহ্বান করা হচ্ছে নিয়মিত পেইজ ও ওয়েবসাইট লক্ষ করার জন্য। উল্লেখ্য, ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১-এর বিজয়ীদের মধ্য থেকে যোগ্যতার মাপকাঠি যাচাইয়ের মাধ্যমে বাছাই করা হবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৩ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২১-এর বাংলাদেশ দল।
নিচের শিডিউল অনুযায়ী এই বছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে-
রোবট ইন মুভি: ১৭ সেপ্টেম্বর
রোবট গ্যাদারিং: ১৮ সেপ্টেম্বর
রোবটিক কুইজ: ১৮ সেপ্টেম্বর
রোবটিক্স কুইক কুইজ: ১৯-২২ সেপ্টেম্বর
ক্রিয়েটিভ ক্যাটাগরি: ২৪-২৫ সেপ্টেম্বর

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি রোবটিক কুইজ। এই ক্যাটাগরির নিবন্ধনের কোনো ফি নেই। অনলাইনে ৩০ মিনিটের একটি রোবটিক্স বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে প্রতিযোগীকে এককভাবে। ৭-১৮ বছর বয়সি যে-কোনো বাংলাদেশি শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। রোবটিক কুইজে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পাবে অংশগ্রহণ সার্টিফিকেট। আর বিজয়ীরা পাবে মেডেল, সার্টিফিকেট-সহ আকর্ষণীয় পুরষ্কার।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে নিজের বিভিন্ন তথ্য দিয়ে একটি একাউন্ট নিবন্ধন করলেই অটোমেটিক রোবটিক কুইজের জন্য আবেদন করা হয়ে যাবে। নিবন্ধনের সময় নিজের একটি ফরমাল ছবি ও জন্মসাল উল্লেখ করা অফিসিয়াল ডকুমেন্ট জমা দিতে হবে।রোবটিক কুইজের প্রস্তুতির জন্য বিডিআরও ওয়েবসাইটে থাকা নিয়মাবলি ও বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সেকশন ভালো করে দেখে নিতে হবে। নিবন্ধন করার জন্য ও নিয়মাবলি পড়ার জন্য ভিজিট করতে হবে http://bdro.org/ এবং কোনো নিবন্ধন ফি ছাড়াই রেজিস্ট্রেশন করা যাবে।