কাল শুরু হওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩৩ রানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২৫৭ রান তাড়া করতে নেমে ২২৪ রানে গুটিয়ে পড়ে সফরকারী দল শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে মুশফিকুর রহিম (৮৪) ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। বোলিং এ সর্বোচ্চ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ (৪/৩০)। ২৫ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।