করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি-নিষেধের মাঝে সহায়তা পাবার জন্য জাতীয় তথ্য সেবার ৩৩৩ নম্বরে গত ১১ দিনে ১৯ লাখেরও বেশি কল এসেছে। এর মধ্যে ৫৯ হাজার ১৬৪ পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রকল্পের সূত্রে এ তথ্য জানা গেছে।