ক্রিকেটকে বলা হয়, গৌরবময় অনিশ্চয়তার খেলা। ত্রিশের ঘরে অল-আউট হওয়ার ইতিহাস আন্তর্জাতিক ক্রিকেটে আছে। তাই বলে ঘরোয়া এক টুর্নামেন্টে মাত্র ২ রানে একটা দলের সবাই আউট হয়ে গেছে– এ অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।
কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গেই খেলা ছিল ফ্যালকন একাদশের। হান্টিংডনশায়ারের চতুর্থ ডিভিশনের সেই ম্যাচেই বাকডেন ক্রিকেট ক্লাব ২ রানে অল-আউট হওয়ার লজ্জায় ডুবেছে। কেমব্রিজের সট্রিতে অনুষ্ঠিত এ ম্যাচটিতে প্রতিপক্ষের ২৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাকডেন।
নাটকীয় এই ম্যাচ খেলা হলো কেমব্রিজের সট্রি-তে। টসে জিতে বাকডেন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠিয়েছিল ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি (৬৫) এবং মুরাদ আলির (৬৭) হাফসেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ স্কোরবোর্ডে তোলে ২৬০ রান। ৪০ ওভারের ম্যাচে এই টার্গেট তাড়া করতে গিয়েই কেলেঙ্কারি ঘটায় বাকডেন ক্রিকেট ক্লাব। মাত্র ২ রানের মধ্যেই সমস্ত ব্যাটসম্যান অলআউট হয়ে যায়। দশজন ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি। স্কোরবোর্ডে ২ রানই আসে অতিরিক্ত হিসাবে।ফ্যালকন একাদশের আমনদীপ সিং ছয় উইকেট নিয়ে একাই বাকডেনকে হারিয়ে দেন। নিজের ৪ ওভারে কোনো রান খরচ করেই হাফডজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। ২৫৮ রানের বিশাল ব্যবধানে হার মানে বাকডেন।