আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ কিছুদিন হলো। তবে এখনও ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং কাউন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলা। দীর্ঘদিন আড়ালে থাকলেও এবার নতুন ইতিহাস গড়ে সংবাদের শিরোনাম হলেন তিনি।
কাউন্টি ক্রিকেটে এক নতুন নজির গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। বৃহস্পতিবার সাউদাম্পটনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে নতুন নজির গড়েন তিনি। কাউন্টি টিম সারের হার বাঁচাতে বৃহস্পতিবার উইকেট আঁকড়ে লড়াই করে গেলেন আমলা। ২৭৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি। যেটা কিন্তু নতুন নজির। পরিসংখ্যান বলছে, অন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলে ৪০-এর নীচে রান করার রেকর্ড করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এর ৬৮ বছর আগে অর্থাৎ ১৯৫৩ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ২৭৭ বলে ৩৮ রান করেছিলেন ব্রিটিশ ক্রিকেটার ট্রেভর এডওয়ার্ড বেইলি। সেই রেকর্ড বৃহস্পতিবার ছাপিয়ে গেলেন হাশিম আমলা।
২০১৫ সালে ভারতের বিপক্ষে এমন একটি ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। সেবার ১০.২৪ স্ট্রাইক রেটে ২৪৪ বল খেলে ২৫ রান করেছিলেন তিনি। ওই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ২৯৭ বল খেলে করেছিলেন কেবল ৩৯ রান। তবুও সেই ম্যাচটি বাঁচাতে পারেননি তারা। হেরেছিলেন ৩৩৭ রানের বিশাল ব্যবধানে।