করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে সব স্কুল-কলেজ খোলার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসাথে এদিন থেকে স্কুল কলেজগুলোতে ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।
এর আগে, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এর পরদিন আজ স্কুল-কলেজগুলোর খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।