০৬/০৮/২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল দিনাজপুর ডিবেটিং সোসাইটিং আয়োজিত “১ম ডিডিএস-ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২১”। দিনাজপুর এবং সারাদেশের সকল বিতর্কপ্রেমীদের জন্যে ২০১৮ সালে একটি আঞ্চলিক বিতর্ক উৎসব এবং ২০১৯ সালে একটি জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করেছিল দিনাজপুর ডিবেটিং সোসাইটি, তারই ধারাবাহিকতায় আয়োজিত হলো এই “১ম ডিডিএস-ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২১” । করোনা মহামারির এই সময়ে দেশের সকল অঞ্চলের বিতর্কপ্রেমীদের অংশগ্রহণের সুবিধার্থে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আয়োজিত এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেছিল ৪০০-এরও বেশি তার্কিক! সাতটি সেগমেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৩০০ জন বিতার্কিকের অংশগ্রহণে সারাদিনব্যাপী চলে এই বিতর্ক উৎসবের প্রতিযোগিতামূলক অংশ। অনুষ্ঠানের সমাপনী পর্বে মোকাররম আহমেদ বাধন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন দিনাজপুর ডিবেটিং সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন জনাব তাহফিমুল তানভীর রাহিব, মহাসচিব জনাব আব্দুর রাকিব,স্থায়ী কমিটির সদস্য জনাব আবু ওয়াজেদ শাহ সৌমিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডঃ আশিকা আকবর তৃষা, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক জনাব শাহজাহান সাজু, ভাবনা-র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুস্তাফিজুর রহমান রূপম।

পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন দিনাজপুর ডিবেটিং সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপ-মহাসচিব জনাব অম্লান মোস্তাফিজ, ফেস্টিভ্যাল কমিটির সভাপতি জনাব তৌফিক এলাহী, সহ-সভাপতি জনাব ইবনাদ উম্মে ফারিহা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব আল নাহিয়ান আলাভী এবং সাংগঠনিক সম্পাদক জনাব পরশ কুমার কবিরাজ। বিতর্ক উৎসবের আহবায়কের পদ অলংকৃত করেন জনাব অম্লান মোস্তাফিজ।