অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশ নতুন একটি স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। বর্তমান সময়ে এটি নিঃসন্দেহে পুরো বাংলাদেশ এবং বিশেষ করে রাজধানীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
দিয়াবাড়িতে অস্থায়ী যেই ডিপো করা হয়েছে সেখানে এসে পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচের সেট। সেখানে উপস্থিত মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কড়তালি দিয়ে সেটি বরণ করে নেন।
এই কোচের সেট গুলো দিয়াবাড়ি অস্থায়ী ডিপোতে কিছু সময়ের জন্য রাখা হবে। ইতোমধ্যে কোচের আরও ৪টি সেট পথে রয়েছে। সেগুলো হয়ত আজকে রাতের মধ্যে সেখানে পৌঁছাবে। আগামীকাল সকাল ৮টায় সেগুলোর আনলোড এর কার্যক্রম শুরু করা হবে। কোচগুলোর বেশকিছু কার্যক্রম আছে। সেগুলো শেষ করতে প্রায় ২ দিন সময় লাগতে পারে। আগামীকাল কোচের ৪টি সেট মূল ডিপোতে তোলা হবে। পরশু তোলা হবে বাকি ২টি।
ইতোমধ্যে ২য় কোচের সেটটিও জাপান অভিবন্দর থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।