করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আবারও সারাবিশ্বে মৃত্যুর মিছিল চলছে।
এজন্য বাংলাদেশে চলছে কঠোর লকডাউন।
করোনাকালে স্থলে এ পরিস্থিতি এবং সাগরে চলছে মাছের লকডাউন। লাখ টাকা খরচ করে জেলেরা সাগরে গেলেও ধরতে পারছে না কাঙ্ক্ষিত মাছ। সপ্তাহখানেক আগেও জাল ফেলে একই অবস্থা দেখে খালি ট্রলার নিয়েও তীরে ফিরেছেন অনেকে। এতে রমজানে বাড়তি চাহিদা থাকলেও বাজারে মাছের দেখা নেই। কোনো কোনো ট্রলারের ভাগ্যে জোটা সামান্য মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। যার কারণে সাধারণ জনগণ পড়েছে ভোগান্তিতে।
জেলেদের বলেন, গত কয়েকমাস ধরে সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছে না।
অপরদিকে ব্যবসায়ীরা জানান, মাছ সংকটে বাড়তি দামে লোক হয়রানি যেমন হচ্ছে ঠিক, তেমনই লোকসান হচ্ছে তাদের।
ছবি সোর্স: ডেইলি ইত্তেফাক