সাকিব, না নারাইন? – এ দ্বৈরথ আজকের নয়। এর আগে সাকিব যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন, তখনও কলকাতার মূল একাদশে ঢোকার জন্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার নারাইনের সাথে লড়তে হতো তাকে। লড়াইয়ে কখনও জিততেন সাকিব,কখনোবা নারাইন।
এবার তিন বছর পর আবারও কলকাতায় ফিরছেন সাকিব এবং সেই সাথে ফিরছে সাকিব-নারাইন এর মধ্যকার দ্বৈরথও।
আগের মতোই কলকাতার একাদশে জায়গা করে নেওয়ার জন্য লড়ে যাচ্ছেন দুজনেই।
লড়াইয়ে প্রথম তিন ম্যাচে জয়ী হয়েছেন সাকিব। অপরদিকে নারাইনের প্রশ্নবিদ্ধ বোলিং আ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া শঙ্কা, বোলিংয়ের ধার কমে যাওয়া, ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে আগের মতো ঝড় তুলতে না পারা ইত্যাদি নারাইনের বিপক্ষে গেছে।
তবে একাদশে জায়গা হয়েছে সাকিবের। কিন্তু তিন ম্যাচ পর কলকাতা একাদশে সাকিব নিজের জায়গা ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা গেছে।
ছবি সোর্স: প্রথম আলো