অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুণ কবি শুভ ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদজানালা’। বইটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশন থেকে। বর্তমানে বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় বলাকা প্রকাশনের ৫২৮ নং এবং চট্টগ্রাম বইমেলায় ৩০/৩১ নং স্টলে। মলাট মূল্য ২৫০ টাকা।
কবি শুভ ইসলামের কবিতা লেখার প্রচেষ্টা বহুদিন আগে থেকে। তারুণ্যের আবেগ দিয়ে তিনি এই কাব্যগ্রন্থে সাজিয়েছেন তার নানা রঙের কল্পনায়। যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে তিনি আশা করছেন।
শুভ ইসলামের জন্ম চট্টগ্রাম জেলার পটিয়া থানার হাইদগাঁও ইউনিয়নে। তিনি আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, বিজিসি একাডেমী এইচএসসি এবং চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলোজি থেকে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলোজি বিভাগে বিএসসি (সম্মান) লাভ করেন। বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনার এবং কনসালটেন্ট হিসেবে আন্তর্জাতিক বস্ত্রখাতে অবদান রেখে যাচ্ছেন। ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়া তিনি মৌলিক কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে নিজের সৃষ্টি নিয়ে কাজ করে যাচ্ছেন।