পূর্ব ইউরোপের ইউক্রেন এখন বিশ্বের ‘সন্তান তৈরির কারখানা’।
অর্থের বিনিময়ে সন্তান ধারণের পরিষেবা বিশ্বের কয়েকটি দেশই দিতে পারে। ইউক্রেন তার মধ্যে একটি। সারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনকে পুরদস্তুর বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে দেশটি। গত কয়েক বছরে ইউক্রেনে এ ‘শিল্প’ এতটাই বেড়েছে যে, পুরো পৃথিবীর কাছে এখন দেশটির পরিচিতি ‘শিশু উৎপাদনের কারখানা’ নামে।
পরিসংখ্যান বলছে, বিদেশি বাবা-মায়েদের জন্য প্রতি বছর সারোগেসি প্রক্রিয়ায় অন্তত আড়াই থেকে তিন হাজার সন্তানের জন্ম হয় ইউক্রেনে। এ বিদেশি বাবা-মায়েদের এক তৃতীয়াংশই আবার চীনের বাসিন্দা। তথ্যটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তারা এ-ও জানিয়েছে, ভারত এবং থাইল্যান্ড আইন করে বিদেশিদের জন্য সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেওয়াতেই ইউক্রেনে এ শিল্পের ভাগ্য খুলেছে।
বাণিজ্যিকভাবে সন্তান ধারণের শিল্প এখন গোটা দুনিয়ায় ৫০০ কোটি ইউরোর। ইউক্রেন তার অধিকাংশেরই দখল নিয়েছে ।
সাধারণত ইউক্রেনে সারেগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ ২৫ হাজার ইউরো। তবে এ খরচ বাড়তে পারে ৭০ হাজার ইউরো পর্যন্ত। তবে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সারোগেসি ক্লিনিক ‘বায়োটেক্সকম’ জানাচ্ছে, দেশের অর্ধেক সারোগেসি প্রক্রিয়া ৩৯ হাজার ৯০০ ইউরোর মধ্যেই সম্পন্ন হয়ে যায়।
এই সংস্থারই ওয়েবসাইটের তথ্য বলছে, চাইলে পুত্রসন্তান বা কন্যাসন্তানের জন্যও চেষ্টা করতে পারেন সন্তানেচ্ছুক বাবা-মায়েরা। সেই সুযোগ দেয় ইউক্রেন। তবে তার জন্য অতিরিক্ত মূল্য দিতে হয়।