পিএসজির শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে লিওনেল মেসির ব্যক্তিগত নৈপূন্যে যুক্ত হয়েছে নতুন পালক। সৃষ্টি হয়েছে নতুন মাইলফলক। ব্যক্তি হিসেবে ৩৯তম শিরোপা জয় করে ফেলেছেন পিএসজির আর্জেন্টাইন এই তারকা।
তবে বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা ম্যাক্সওয়েল বিশ্বাস করেন, ব্রাজিলের আরেক তারকা ফুটবলার দানি আলভেজের ট্রফি জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারবেন মেসি। বার্সার ডিফেন্ডার, ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান দানি আলভেজই হলেন বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার।
এখনও পর্যন্ত তার নামের পাশে যুক্ত হয়েছে মোট ৪২টি শিরোপা। ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে এতগুলো শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। চলতি মৌসুমের মাঝপথে তিনি এসে আবারও যোগ দিয়েছেন বার্সায়। খেলছেন এক সময়ের সতীর্থ জাভি হার্নান্দেজের অধীনে।
এই মৌসুমটা হয়তো পুরোপুরি ট্রফিহীন কাটছে বার্সার। যে কারণে আলভেজের নামের পাশে আর ট্রফি সংখ্যা বাড়ছে না। তবে, মেসির নামের পাশে যোগ হয়েছে আরো একটি শিরোপা।