করোনার মধ্যে ঢাকায় পরীক্ষা দিতে এসে আটকে পড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দরখাস্ত করলে উপাচার্যের নিকট তা সুপারিশ করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আজ শনিবার শিক্ষার্থীদের বাড়ি ফেরার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি এ আশ্বাস দেন। উপ-উপাচার্য বলেন, “যেহেতু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে আটকে গেছে, তোমরা আটকে পড়া শিক্ষার্থীদের তালিকা করে আমাকে একটা দরখাস্ত দাও। আমি সেটা নিয়ে উপাচার্য বরাবর সুপারিশ করবো।”