হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। তিনি ৮৭ বল খেলে ৫৬ রান তুলে নিয়েছেন। এ রান তুলতে ৯টি চারের মার খেলেছেন তিন। লিটন দাসের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ। ৬৫ বল খেলে তিনি করেছেন ২৩ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম সেশনে হারায় তিন উইকেট। দ্বিতীয় সেশনে প্রথম ঘণ্টায়ই হারাতে হয় আরও তিন উইকেট। বাজে শুরুর পর দলের হাল ধরা অধিনায়ক মুমিনুল হকও বিদায় নেন ৭০ রান করে। এরপর থেকেই এই দুজনের জুটি। লিটন শুরু থেকেই খেলতে থাকেন স্বচ্ছন্দে। প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ শুরুতে আগলে রাখেন উইকেট। পরে থিতু হয়ে নিজেও বাড়াতে থাকেন রান।চার পেসারের জিম্বাবুয়ে একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দুই অনিয়মত স্পিনার মিল্টন শুম্বা ও রয় কাইয়াকে অনায়াসেই খেলে বাংলাদেশকে এগিয়ে নেন লিটন ও মাহমুদউল্লাহ।
সপ্তম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে শতরানের জুটি এটিই প্রথম। আগের সেরা ৭৩ ছিল ২০১৮ সালে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের।
৫ বল খেলে ৩ রান করে নিজের মূল্যবান উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিবও। ভিক্টর নিয়াউচির বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। আইপিলের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরে খেলতে পেরেছেন মাত্র ৫ বল। এদিকে, সেঞ্চুরির আশা দেখালেও ৭০ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। ৯২ বলে ৭০ রান করে ভিক্টর নিয়াউচির বলে ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৭০ রান করতে তিনি ১৩টি চারের মার খেলেন।