চীনের সিনোফার্মের দেড় কোটি টিকা কেনার প্রক্রিয়া শেষ করার পর রাশিয়ার কাছ থেকে আরও এক কোটি স্পুটনিক–ভি টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাস টিকা সংগ্রহের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি বন্ধ করার প্রেক্ষাপটে এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতে যথাক্রমে রাশিয়ার স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। সব ঠিক থাকলে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই এক কোটি টিকা দেশে আসবে বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত মঙ্গলবার বলেন, ‘রাশিয়া থেকে টিকা কেনার ব্যাপারে গত শুক্রবার প্রথম দফায় আলোচনা হয়েছে। এ বিষয়ে রাশিয়া খুব শিগগির তাদের মতামত দেবে বলে জানিয়েছে।’