৭০-৮০ দশকের ঢাকাই ছবির জনপ্রিয় সুপারস্টার অভিনেতা ওয়াসিম গুরুতর অসুস্থ অবস্থায় ১৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ এবং বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুর দুদিন আগেই অভিনেত্রী কবরী মারা যাওয়ায় চিত্রপুরী স্তব্ধ হয়ে পড়েছে।
মৃত্যুর আগের সময়টাতে ওয়াসিম নিঃসঙ্গ ছিলেন বলে জানান সংগীতশিল্পী খুরশীদ আলম।
তিনি বলেন, চিত্রনায়ক ওয়াসিম ছিলেন আমার দেখা এক অন্য রকমের মানুষ। একজন সফল অভিনেতা হয়েও অন্যদের থেকে প্রচারে পিছিয়ে থাকতেন। যার কারণে নতুন প্রজন্মের কাছে তিনি অনেকটাই অচেনা। চলচ্চিত্রাঙ্গনের কেউই তাকে সেভাবে মূল্যায়ন করেনি কিংবা খোঁজ রাখেনি। মৃত্যুর আগের সময়গুলোতে তাই নিঃসঙ্গ ছিলেন তিনি। বিশেষ করে বেশ কয়েক বছর আগে তার মেয়ে মারা যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি পরিবারকে বেশি গুরুত্ব দিতেন। একজন শিক্ষিত ও ভদ্র মানুষ হিসেবে তাঁর আলাদা অবস্থান ছিল।
ছবি সোর্স: যুগান্তর