মানুষদের পাশে বস্ত্র নিয়ে একদল তরুণ ।

Picture : Creation Vision

নতুন বছর নতুন উদ্দীপনা নতুন পোশাক। আমরা সাধারণত কিছুদিন পরপর পরিধানের পোশাক পরিবর্তন করে থাকি। যারা বেশি সৌখিন তারা তো একটু পুরনো হলেই পরিবর্তন করে ফেলেন গায়ের পোশাক। অনেকের ক্ষেত্রেই এমন হয় যে নতুন পোশাক গায়ে জড়ানোর পর পুরনো পোশাকটির কথা আর মনে থাকে না। ফেলে রাখা হয় যত্রতত্র,নষ্ট হতে থাকে অবহেলায়। এক সময় সেটা হয়ে পড়ে পরিধানের সম্পূর্ণ অযোগ্য। ঘর মোছার ন্যাকড়া ছাড়া কোনো কাজেই আসে না তা। এসব কাপড়কে প্রয়োজনীয় মানুষদের কাছে পৌছানোর জন্য উদ্দেগ্য গ্রহণ করেন ”অরিজিন স্মাইল” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এরই আওতাদিন তারা তাদের আশে পাশে ব্যাক্তিদের থেকে পুরনো অব্যবহীত কিন্তু পরিধান যোগ্য কাপড় সংগ্রহ করে তা পরিষ্কার করে নতুন এর মতো প্যাকেট করে পৌছে দেন নিজেদের আশে আপে অভাবী লোক কাছে । 

প্রজেক্ট এর সমন্বয়ক সাথে কথা বললে তিনি জানান, তারা এ প্রজেক্ট এর আওতায় ৩টি জেলায় কয়েক ধাপে শীতবস্ত্র,কম্বল,সাধারণ কাপড় পৌছে দে বিভিন্ন নিম্নবিত্ত্ব এলাকায়,এছাড়াও দুইটি এতিমখানা ও একটি হাফেজীয় মাদ্রাসায় ছাত্রদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে বলে জানান । তিনি আরও বলেন এত মহৎ কাজ সুন্দরভাবে করায় ধন্যবাদ জানান সকল সেচ্ছাসেবক ও দাতাগণদের।
সংস্থাটির সদস্য হায়দার জানান, এরকম কাজ করতে পেরে আসলেই মন থেকে ভালো লাগছে , আরো বেশি মানুষ এর কাছে পৌছাতে পারলে ভালো লাগতো ।
সংস্থাটির প্রতিষ্ঠাতা বলেন,“আমরা সাধারণ এই পুরনো কাপড়গুলো আমরা সাধারণত হয়ত ন্যাকড়া বানিয়ে ফেলি। নয়ত ঘরেই ফেলে রেখে নষ্ট করি। কিংবা কোনো হকারের কাছে বিক্রি করে দিই। যদি পরার অযোগ্য হয় তাহলে তো ন্যাকড়া বানানো ঠিক আছে। আর পরিধানযোগ্য হলে ঘরে ফেলে রাখাটা একেবারেই অযৌক্তিক। কিন্তু যখন বিক্রি করে দেই তখন সেটা কত টাকায় বিক্রি করি আমরা? চৌদ্দশ টাকার জামাটা চল্লিশ টাকায় বিক্রি করে দেই। এই চল্লিশ টাকায় কী করা যায়? হোটেলে খাওয়ার এক বেলার বিলও তো হয় না। তাহলে কী দরকার বিক্রি করার! অথচ এই সামান্য একটা জিনিসের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি এক বস্ত্রহীন মানুষকে ! পুরনো কাপড়-চোপড় দান করে দিতে পারি দরিদ্রদের মাঝে , আর সেটাই সর্বোত্তম খাত। এই দানে না আমার সঙ্কটে পড়তে হচ্ছে না কষ্ট হচ্ছে। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি—‘যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এই দোয়া পাঠ করে এবং ব্যবহৃত পুরনো কাপড়টি সদকা করে দেয়, সে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর নজরে, আল্লাহর হেফাজতে এবং আল্লাহর আবরণে অবস্থান করে।’ (তিরমিজি : ৩৫৬; মেশকাত : ৪১৭৯) । তাই আমাদের উচিৎ আশপাশে অসহায়-গরিবদের মাঝে দান করে দেওয়া। এতে করে দরিদ্রদের যেমন, উপকার হবে, আমরাও পাবো সওয়াব।
সংস্থাটির সদস্য আনিকা বলেন,“এত কষ্টের পর যখন তাদের মুখে হাসি দেখলাম , তখন সব কষ্ট আনন্দে ভরে গেল”।
চলুন আমরাও নিজেদের সামর্থ্য মতো মানুষের পাশে দাড়াই ।