Earth’s Ants Festo Mania Season-1, Hosted & Organized by Earth’s Ants!!
আসতে না আসতেই চোখের পলকেই সমাপ্তি ঘটলো এই ভিন্নধর্মী মেলার। বিরাট সমরহেই ফেস্টিভালটির সমাপ্তি অনুষ্ঠান হয়েছে আমাদের স্বনামধন্য অতিথিবৃন্দের সাথে।প্রধান অতিথির আসন গ্রহণ করেছিলেন খ্যাতনামা বিজ্ঞানী প্রফেসর ডঃ মুহাম্মদ শামসের আলি, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী।
এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হিসেবে আসন গ্রহণ করেছিলেন প্রফেসর ডঃ মোহাম্মদ জিল্লুর রহমান, ডিন, পরিবেশ বিজ্ঞান ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মদ জামাল উদ্দীন, চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।তাদের মূল্যবান বক্তব্যসমূহ অনন্যসাধারণ ছিল।
Live Video Link of Closing Ceremony : https://fb.watch/i2rAs6HtKd/
কিন্তু প্রতিষ্ঠানটির সমাপ্তি অনুষ্ঠানের দিন তথা ১৪ জানুয়ারি,২০২৩ বিজয়ীদের নামসমূহ ঘোষণা দেওয়া হয়নি।অতঃপর ২৮ জানুয়ারি,২০২৩ Earth’s Ants – এর ফেসবুক পেইজ থেকে এক লাইভ কনফারেন্সের মাধ্যমে বিজয়ীদের নামসমূহ ঘোষণা করা হয়। জানা গিয়েছে যে, বিজয়ীদের এবং বেস্ট ক্যাম্পাস এ্যামব্যাসেডরদের মাঝে পুরস্কার খুব শীঘ্রই তাদের মাঝে পৌঁছে দেয়ার বেবস্থা চলছে।এর মধ্যে ৭টা ভিন্নধর্মী অলিম্পিয়াডের জন্য ৭ জন বিজয়ী,আর্টিকেল রাইটিং এ ৩ জন,ফটোগ্রাফি সেগমেন্ট এ ৩ জন,মাল্টিমিডিয়া প্রেসেনটেসোন ১ জন এবং এক্সটেমপোর স্পিচ এ ১ জন, বেস্ট ক্যাম্পাস এ্যামব্যাসেডরস ৩ জন এবং প্যানেল মেম্বারদের জন্য জন্য পুরস্কার প্রদানের বেবস্থা করা হয়েছে।
Earth’s Ants এর প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালক মো. মিরাজুল ইসলাম নিঝুম জানিয়েছেন, “আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই প্রথমবারের মতো ফেস্টিভাল নামানো হয়েছে।আমাদের এই ফেস্টিভাল এর মূলমন্ত্র এবং বিষয়গুলো শুধু বাংলাদেশের ৬৪ জেলাতেই নয়, বিশ্বেও নজর কেড়েছে।ভারত,অস্ট্রেলিয়া,যুক্তরাষ্ট্র সহ আরও কিছু দেশ থেকে মানুষ অংশগ্রহণের তীব্র ইচ্ছা প্রকাশ করেছে।আমরা পারিনি।কারণ সেরকম আর্থিক প্রতিশ্রুতিবদ্ধ কোনটাই ছিল না।আর আমরা কোন ধরনের প্রবেশ মূল্য নেইনি কোন শিক্ষারথিদের কাছ থেকেই! তাছাড়াও আমরা শুধুমাত্র ৮ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতার আয়োজন করেছি।যেখানে দেখা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা মেডিকেল,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিসশবিদ্দালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছে।তাও আমরা পারিনি।কিন্তু আশা করি সিজন-২ বাংলাদেশের সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।ধীরে ধীরে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এসকল করার চেষ্টা করব ইনশাল্লাহ।“
To explore more about Earth’s Ants ~
Earth’s Ants Facebook Page Link: https://www.facebook.com/Earthsants21
Earth’s Ants Facebook Group Link: https://www.facebook.com/groups/371645581261584