৫৪৩ দিন পর আবারও মুখরিত স্কুল-কলেজ ক্যাম্পাস! হয়তো হারিয়ে গিয়েছে চারপাশের অনেক প্রিয়মুখ, তবুও থেমে যায়নি আশা আর স্বপ্ন দেখা। মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের সাথে আবারও শুরু হলো ক্যাম্পাসের রঙিন দিনগুলো। মনে অনেক সাহস আর চোখে বিশাল স্বপ্ন নিয়ে স্কুলে ফেরার একটা আলাদাই আনন্দ আছে হয়তো!
আর এতদিন পর অফলাইন স্কুল-কলেজ খোলার এই আনন্দকে ঘিরে দেশের সবচেয়ে বড়ো অনলাইন স্কুল ‘টেন মিনিট স্কুল’ আয়োজন করেছে ‘ব্যাক টু ক্যাম্পাস’ ক্যাম্পেইনের। সারা দেশের লাখ লাখ শিক্ষার্থীদের আবারও স্কুল কলেজের মজার সব স্মৃতি মনে করিয়ে দিতেই এই উদ্যোগ।
ক্যাম্পেইনের প্রথম ধাপ শুরু হয় ৮ই সেপ্টেম্বর। স্কুল কলেজের একদম প্রথম দিকের মজার সব মেমোরি শেয়ার করে নিজেদের অনেক পুরোনো বন্ধুদেরও মনোনয়ন করে সবাই। ৫০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই ক্যাম্পেইনের প্রথম পর্বে। ‘টেন মিনিট স্কুল লাইভ’ গ্রুপটি হয়ে ওঠে অনেক মজার গল্প আর সুন্দর সুন্দর বন্ধুত্বের ছবিতে ভরপুর।

এরপর এই ক্যাম্পেইনের দ্বিতীয় পর্বটি শুরু হয় ১১ই সেপ্টেম্বর। প্রায় দেড় বছর পর আবারও নিজেদের প্রাণের ক্যাম্পাসে ফিরে কেমন বোধ করছে সবাই, সেই অভিজ্ঞতা জানতে চাওয়া হয় এবার। নতুন সব ছবি, গল্প আর হাসি-আড্ডায় ক্যাম্পাসে তৈরি করা নতুন সব স্মৃতি দিয়ে এবার ভরে যায় গ্রুপ।

পুরাতন অনেক স্মৃতি আর নতুন নতুন গল্প, সুন্দর সুন্দর সব বন্ধুত্বের ছবি- সবকিছু মিলে স্কুলে ফিরে যাওয়াটা পরিণত হয়েছে একটা উৎসবে! দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই ক্যাম্পেইনে! শুধু তাই না, এই ক্যাম্পেইনের দুটি ধাপেই সেরা ১০ জন পেয়ে যাবে টেন মিনিট স্কুল-এর তরফ থেকে আকর্ষণীয় সব পুরস্কার। সেই সাথে টেন মিনিট স্কুল টিম-এর সাথে দেখা করার সুযোগ তো থাকছেই!

প্রায় ২ বছর পর টেন মিনিট স্কুল আয়োজন করছে এত বড়ো একটি ক্যাম্পেইনের। ২০ সেপ্টেম্বর অবধি চলবে এই ‘ব্যাক টু ক্যাম্পাস’ ক্যাম্পেইনের মজার মজার সব গল্প আর ছবির সাবমিশন পর্ব। আরও অনেক মানুষের অনেক মজার অভিজ্ঞতা, অনেক সুন্দর ছবি, অনেক মূল্যবান স্মৃতি দিয়ে ভরে যাবে ‘টেন মিনিট স্কুল লাইভ’ গ্রুপ আর সফল হবে এই ক্যাম্পেইন এমনটাই আশা করা হচ্ছে।

দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে ক্লাস, আড্ডা আর দুষ্টুমিতে যেমন ক্যাম্পাস ফিরে পেয়েছে তার চিরচেনা মুখ, তেমনি শিক্ষার্থীদেরও তৈরি হয়েছে বেশ কিছু আনন্দের অমলিন মুহূর্ত। ক্যাম্পাসের নতুন নিয়ম আর পড়াশোনার মাঝে এতদিন পর আবার ফিরে আসার অভিজ্ঞতাগুলো জানা আর সবার মাঝে কিছুটা আনন্দের অনুভূতি তৈরি করাই ছিল এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। করোনা মহামারির ভয়াবহতা পাশ কাটিয়ে আবারও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করা আর স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে সাহসিকতা প্রয়োজন, তার মাঝে কিছুটা আনন্দ আর উৎসবের ছোঁয়া যুক্ত হওয়া বোধ হয় আসলেই বেশ প্রয়োজন ছিল।

অফলাইন স্কুল শুরুর অনলাইন সেলিব্রেশনে অংশ নিতে যোগ দিন টেন মিনিট স্কুল লাইভ গ্রুপে: https://10ms.io/lmnG