আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছে বেলজিয়ামের কে ইউ লিউভেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান অনুষদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী প্রতিভাবান শিক্ষার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। পড়াশোনার ব্যয় সঙ্কোচন ছাড়াও আরও বেশ কিছু সুযোগ- সুবিধা প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
সুযোগ-সুবিধা
• নির্বাচিত শিক্ষার্থীদের ১ বছরের জন্য ১০০০০ ইউরো পর্যন্ত প্রদান করা হবে।
• স্কলারশিপটি ১ বছরের জন্য টিউশন ফি, বীমা এবং একটি মৌলিক স্বাস্থ্য বীমা কভারেজ কভার করবে।
• শিক্ষার্থীর ভালো ফলাফলের উপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য শর্ত সাপেক্ষে স্কলারশিপটি অব্যাহত থাকবে।
যোগ্যতাসমূহ
• নতুন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। (TOEFL ন্যূনতম স্কোর 94 ইন্টারনেট-ভিত্তিক কমপক্ষে রিডিং এ১৯, লিস্টেনিং-এ ১৮, স্পিকিং-এ ১৯ এবং রাইটিং-এ ২১) বা IELTS (সর্বনিম্ন স্কোর 7 অন্তত। রিডিং ৬.৫, লিস্টেনিং ৬, স্পিকিং ৬ এবং রাইটিং ৬)।
• আবেদনকারীকে প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে ইচ্ছুক হতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০২৩।