গত ১২ই নভেম্বর নবাগত শিক্ষার্থীদের নিয়ে শহীদ সুখরঞ্জন টিএসসিসি অডিটোরিয়াম জাঁকজমকতার সাথে অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ অনুষ্ঠান৷ প্রতিবারের মত এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সবার প্রথমেই বরণ করল ক্লাবটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড মমিনুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুল ইসলাম সাগর, রাজশাহী ওয়াসা এর নির্বাহী প্রকৌশলী সোহেল রানা ডন এবং রিয়েল স্টার প্রোপার্টিস এর সহকারী ব্যবস্থাপক তানভীর আহমেদ অভি।
ক্লাব প্রেজেন্টেশন ও অতিথিদের মূল্যবান বক্তব্যের পরে অনুষ্ঠানের মূল আকর্ষন হিসেবে ছিল সাংস্কৃতিক অংশ। মঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যদের জমকালো নাচ, গানের মাধ্যমে এক জমকালো সংবর্ধনা দিয়ে বিমোহিত করা হয় মাত্র কিছুদিন আগে গত ১লা নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পা রাখা নবীন শিক্ষার্থীদের। আর এর মধ্য দিয়েই নবাগতদের পরিচিত করিয়ে দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব পরিবারের বিভিন্ন জাঁকজমকপূর্ণ দিকগুলির সাথে।