বর্তমানে পাকিস্তানের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার হলেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। নতুন করে তাঁর রেকর্ডের তালিকায় যুক্ত হলো আরও একটি রেকর্ড। পাকিস্তান সুপার লিগে এতদিন কোন ব্যাটসম্যানের পাঁচশো রানের রেকর্ড ছিল না। তবে ফর্মের তুঙ্গে থাকা বাবর আজম তা করে দেখালেন এবার। শনিবার রাতে ব্যাট হাতে ২৩ রান করার সুবাদে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করলেন করাচি কিংসের এই ব্যাটসম্যান।
আবুধাবিতে চলমান পিএসএলে বাবর আজমের মোট রান এখন ৫০১। এই রেকর্ডের পাশাপাশি নতুন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছেন দুই হাজার রান। ৫৫ ইনিংসে বাবরের রান ২০১৭। ৬৫ ইনিংসে ১৭৬৩ রান নিয়ে বাবরের পেছনে আছেন আরেক ক্রিকেটার কামরান আকমল। এবার পিএসএলে ১০ ম্যাচে ৭১.৫৭ গড়ে বাবর আজম রান করেছেন ৫০১। যার মধ্যে আছে ছয়টি হাফ সেঞ্চুরি। এক আসরে আগের সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল বাবরের। গতবার ১১ ইনিংসে বাবর করেছিলেন ৪৭৩ রান।