বাংলাদেশের প্রথম থাম্বনেইল ডিজাইন ও ভিডিয়ো এডিটিং এজেন্সি ‘Vision Studio / ভিশন স্টুডিও’।
৯জন তরুণের একটি দল খালিদ ফারহানের আইডিয়াতে এ-রকম একটি এজেন্সির স্টার্টআপ করতে যাচ্ছে।
এই এজেন্সি শুধুমাত্র ইউটিউবারদের জন্য। একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর যাতে তার কনটেন্ট ক্রিয়েট করার সময় ডিজাইন, এডিটিং এসব টেকনিক্যাল বিষয়ে ঝামেলায় না পড়ে তার কনটেন্ট ক্রিয়েশনের দিকে বেশি ফোকাস করতে পারে, সেটাই এই এজেন্সির উদ্দেশ্য । অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটরদের সময় রক্ষা করে তাদের সকল থাম্বনেইল, ভিডিয়ো ডিজাইন করে দেবে এই এজেন্সি।
এজেন্সির সিইও, এস এম আব্দুল রাফিক জানান যে, এজেন্সির উদ্বোধন হবে ১০তারিখ অনলাইন প্রোগ্রামে, যেটি সরাসরি প্রচার হবে রেডিও ফানডে-র ফেইসবুক পেজে।
তিনি আরও বলেন যে, তাদের এজেন্সির উদ্বোধন উপলক্ষ্যে তাদের এনায়েত চৌধুরী, তানভির শাহরিয়ার রিমন, কাজী এম আহমেদ, রাসেল কাউসার-সহ গণ্যমান্য ব্যক্তিরা সাধুবাদ জানিয়েছেন।
বাহ ♥
Thank you❤️
ধন্যযোগ ❤️
Go ahead
May Allah accept all of your good deeds