আজ বছরের প্রথম দিনে বই পেতে শুরু করেছে স্কুল শিক্ষার্থীরা। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ন্যায় এইবারও বই উৎসব পালিত হয়নি। তবে আজ দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে হাতে হাতে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
নতুন শিক্ষাবর্ষে মোট ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে।
এর মাঝে মাধ্যমিক স্তরের জন্য ২৪ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ২০২টি এবং প্রাথমিক স্তরের জন্য প্রায় ১০ কোটি। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য রয়েছে তাদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তক।
এবার বছরের প্রথমদিন পাঠ্যপুস্তকের ঘাটতির কারণে সকল শিক্ষার্থীর মাঝে তা বিতরণ করা সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা।
বর্তমান সরকার ২০১২ সাল হতে বছরের প্রথম দিন বই-উৎসব পালনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে বছরের প্রথম দিন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বই বিতরণ উৎসব পালিত হয়ে আসছে।